চীনের জাতীয় " অশ্লীল ও বেআইনী প্রকাশনা দমন" কর্ম গ্রুপের একজন কর্মকর্তা ১৬ আগস্ট জানিয়েছেন , চীনের বিভিন্ন স্থানে চালানো পাইরেসি দমন অভিযানের প্রথম পর্যায়ে আশাপ্রদ সাফল্য পাওয়া গেছে । সারা দেশ থেকে মোট ৮০ লাখেরও বেশি বেআইনী প্রকাশনা উদ্ধার করা হয়েছে ।
জানা গেছে , এই অভিযানে চীনের বিভিন্ন স্থানের ৬০ শতাংশ রাষ্ট্রায়ত্ত সিনহুয়া বইয়ের দোকান, ভিডিও ও কম্পিউটারের সফট ওয়্যারের দোকানগুলো এবং বড় বড় মার্কেটগুলো সক্রিয়ভাবে পাইরেটেড ভিডিও ও সফট ওয়্যারগুলো গুছিয়ে নিয়েছে ।
১৫ জুলাই থেকে ২৫ অক্টেবর পর্যন্ত চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় কপিরাইট ব্যুরো সহ ১০টি বিভাগ সারা দেশে পাইরেসি দমন অভিযান শুরু করে ।
|