আসিয়ানের ১০টি দেশের অর্থনৈতিক উচ্চপদস্থ কর্মকর্তারা ১৬ আগস্ট কুয়ালালাম্পুরে আসিয়ানের মুক্ত বাণিজ্য অঞ্চলের নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন । তারা আসন্ন আসিয়ানের ৩৮তম অর্থমন্ত্রী সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ।
সম্মেলনে অংশগ্রহনকারীরা ৪ দিনব্যাপী সম্মেলনে আসিয়ানের শুল্ক মওকুফ প্রক্রিয়া , সর্বপ্রথমে১১টি শিল্পক্ষেত্রকে পুনর্বিন্যাস করার দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা, আসিয়ানের " একক জানালা ব্যবস্থার" নির্মান প্রক্রিয়াপ্রভৃতি সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং আসিয়ানের গ্রাহকদের অধিকার ও স্বার্থ রক্ষার ব্যবস্থা সহ নতুন প্রস্তাবও আলোচনা করবেন । যাতে আসিয়ানের অর্থনৈতিক একায়নের নির্মাণ দ্রুততর করা যায় ।
তাছাড়া এবারের সম্মেলনে সংলাপকারী অংশিদারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা করবেন ।
|