১৫ আগষ্ট ফ্রান্সের প্রেসিডেন্টজ্যাক শিরাক কানাডায় অনুষ্ঠানরত ১৬তম আন্তর্জাতিক এইডস সম্মেলনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন । চিঠিতে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে এউডস প্রতিরোধে দেয়া প্রতিশ্রুতি পালন করে উন্নয়ন ও স্বাস্থ্য রক্ষার ব্যাপারে অর্থবিনিয়োগ বাড়িয়ে দেয়ার আবেদন জানানো হয়েছে ।
চিঠিতে শিরাক উল্লেখ করেছেন ,যাতে ২০১০ সালের আগে সকল এইডসরোগী প্রয়োজনীয় চিকিত্সা ভোগ করতে পারেন তার নিশ্চয়তা বিধান করা এবং ২০১৫ সালের আগে এইডস রোগেআক্রান্ত হওয়ার হার বেড়ে যাওয়ার প্রবণতা পরিবর্তনের প্রচেষ্টা করার জন্যে আন্তর্জাতিক সমাজকে নিজের প্রতিশ্রুতি পালন করতে হবে ।
শিরাক জোর দিয়ে বলেছেন , বর্তমানে এইডস প্রতিরোধ করার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ অর্থ, প্রতিরোধ ও চিকিত্সা , মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও বৈষম্যের বিরোধিতা এবং গবেষণা জোরদার সহ চারটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জেরমোকাবেলা করে মিলিতভাবে এইডস প্রতিরোধকরার আহবান জানিয়েছেন ।
|