চীনের উত্তর-পশ্চিম , উত্তর ও উত্তর-পূর্বাংশে চালু করা বিশাল বনায়ন প্রকল্প অনুসারে ইতোমধ্যে ২ কোটি ৫০ লাখেরও বেশি হেক্টর জমিতে গাছ লাগানো হয়েছে । এই বিস্তীর্ণ অঞ্চলে ৪০ শতাংশ পানির অভাব ও ভূমিক্ষয়কে মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । ফলে উত্তর চীনের প্রাকৃতিক পরিবেশের অবনতির প্রবণতা প্রশমিত হয়েছে ।
চীনের উত্তর-পশ্চিম , উত্তর ও উত্তর-পূর্বাংশের পশ্চিম অঞ্চলে সবসময় খরা দেখা দেয় , সর্বত্রই ছড়িয়ে রয়েছে মরুভূমি , বন ও ঘাস খুবই নগণ্য এবং পানির অভাব ও ভূমিক্ষয় আর ধুলো বাতাস গুরুতর । ১৯৭৮ সালে চীন সরকার এই বিশাল অঞ্চলে বনায়নের প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয় ।
২০০৩ সালে গিনিস বিশ্ব রেকর্ডের সদর দফতর এই প্রকল্পকে পৃথিবীর বৃহত্তম বনায়ন প্রকল্প বলে স্বীকার করেছে ।
|