চীনের সর্বোচ্চ আইন সংস্থা প্রথমবার মাদক দমন খসড়া আইন যাচাই করেছে। এই মাদক দমন আইন চীনের আইন প্রণয়নের ক্ষেত্রে হিসেবে কাজ করবে।
১৬ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সম্মেলনের সূত্রে জানা গেছে, ২২ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সম্মেলন প্রথমবার মাদক দমন খসড়া আইন যাচাই করবে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সাল পর্যন্ত চীনে মোট ২ হাজার ১শরও বেশী জেলা মাদকের সঙ্গে সম্পর্কিত এবং ৭ লক্ষ ৮৫ হাজার জন মাদক সেবক।
এর সঙ্গে সঙ্গে এবারকার জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সম্মেলনে প্রথমবার নাবালক সংরক্ষণ আইনের সংশোধিত খসড়া যাচাই করা হবে।
জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সম্মেলনের প্রস্তাব অনুযায়ী, জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সম্মেলনে অব্যাহতভাবে তত্ত্বাবধান খসড়া আইন, দ্রব্য অধিকার খসড়া আইন ইত্যাদি খসড়া আইন যাচাই করা হবে।
|