নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসান্জো ১৫ আগস্ট সেনাবাহিনীকে দক্ষিণ নাইজেরিয়ার তেল উত্পাদন অঞ্চলে বার বার বিদেশিদের অপহরণের মত অবৈধ তত্পরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ।
দক্ষিণ নাইজেরিয়ার নিগার নদীর মোহনায় আঞ্চলিক কর্মকর্তা ও সামরিক পক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওবাসান্জো একটি বিবৃতিতে বাহিনীকে মোহনা অঞ্চলে ২৪ ঘন্টা টহল দেয়ার নির্দেশ দিয়েছেন । তিনি আরো বলেছেন , যদি কোনো কোম্পানী সশস্ত্র ব্যক্তির কাছে নতী স্বীকার করে এবং তাদেরকে মুক্তিপণের টাকা দেয় , তাহলে নাইজেরিয়া সরকার এসব কম্পানীকে শাস্তি দেবে ।
|