সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি আগের মতো আপনাদের কিছু সুন্দর গান শোনাবো।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার জয়সিদ্ধি গ্রামের অন্বেষা বেতার শ্রোতা সংঘের সম্পাদক আশরাফুল ইসলাম তাঁর চিঠিতে বলেছেন, "সুমন চট্টোপাধ্যায় এর গান আমাদের বরাবরই ভালো লাগে। তবে সুমন চট্টোপাধ্যায় এর 'ও গান ওয়ালা, তুমি আরেকটি গান গাও, আমার আর কোথাও যাবার নেই' গানটি আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। এখন আমরা একসাথে সুমন চট্টোপাধ্যায়ের কন্ঠে গানটি শুনবো।
বাংলাদেশের যশোর জেলার সার্কিট হাউস পাড়ার স্বপ্নীল আকাশ খোকন আমাদের অনুষ্ঠানে তাঁর পছন্দের গান মান্নাদের গাওয়া "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই" শুনতে চান। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন আমি এই গানটি প্রচার করবো।
বাংলাদেশের শেরপুর জেলার খোগানিয়া গ্রামের কিংবদন্তি বেতার শ্রোতা সংঘের মো: মফিজুল হকের আমাদের চাওয়া-পাওয়া অনুষ্ঠান খুবই ভাললাগে। তিনি আমাদের অনুষ্ঠানে শিল্পী "মমতাজ"এর একটি শুনতে চান। আচ্ছা এখন আমি আপনার চাওয়া মেটাচ্ছি। চলুন, একসাথে মমতাজের গাওয়া "বাঁশের পালকি" নামে একটি গান শুনবো।
বাংলাদেশের ময়মনসিংহ জেলার সীমান্ত বন্ধু কুদ্রত উল্লাহ মন্ডল স্মৃতি লিসনাস ক্লাবের সাংবাদিক নেয়ামুল হক মন্ডল, সাদ আরাফাত জয়, ইসমত জাহান হিমি আমাদের অনুষ্ঠানে আব্দুল জব্বারের কন্ঠে "তারা ভরা রাতে তোমার কথা মনে পড়ে বেদনায়"নামে গানটি শুনতে চান। কিন্তু আমার হাতে এই গান নেই। তাই আমি আব্দুল জব্বারের গাওয়া "তুমি কি দেখেছ কভু" নামে গানটি প্রচার করবো। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা এখন আমরা একসাথে গানটি শুনবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি. জামান সিদ্দিকী আমাদের অনুষ্ঠানে শিল্পী নচিকেতার গাওয়া "তুমি কি আমার ভালোবাস"নামে একটি গান শুনতে চান।আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমারা একসঙ্গে গানটি শুনবো।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষা করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে।
|