CRI তোমাকে খুঁজে পাই,
ভোরের উষার আলোতে অপরূপ সাজে,
হীরের কণার মতো শিশির বিন্দুর মাঝে,
হেমন্তের ফসলের মাঠে সেনালী ধানে,
পাখ-পাখালির কলকাকলির গানে,
CRI তোমাকে যেন আরো খুঁজে পাই,
গভীর রাতে মোর চোখেরই স্বপ্নে
বর্ষার কদম কেয়ার সুরভিতে
শরতের কাশ আর শিউলি ফুলে,
অথই সমুদ্রের ঢেউয়ের মোহনাতে,
জোনাকির মিটিমিটি আলোতে,
তুমি যেন রয়েছে মোর এ অন্তরে CRI।
---বাংলাদেশের শেরপুর জেলার নালিতা পাড়ীর কিংবদন্তী বেতার শ্রোতা সংঘের সভাপতি সুব্রতপাল
|