ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৫ আগস্ট উত্তর-পশ্চিম ইরানের আর্দেবিলে বলেছেন, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ১৬৯৬ নঃ প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করে।
একই দিন অনুষ্ঠিত এক জন সমাবেশে আহমাদিনেজাদ বলেছেন, জাতিসংঘের সিদ্ধান্ত ইরানের উপর জোর করে আরোপ করা উচিত নয়। ইরান হুমকির সম্মুখীণ হলেও আপোস করবে না।
আহমাদিনেজাদ আরো বলেছেন, আনান ফোনে তাকে ছয় দেশ প্রস্তাবের উত্তর দেয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ইরান সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব দেখে ইরান খুব হতাশ হয়েছে।
|