লেবানন সামরিক বাহিনীর একজন উচ্চ কর্মকর্তা ১৫ আগস্ট বৈরুতে বলেছেন, লেবাননী সরকারি বাহিনী আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ লেবানন ও ইসরাইলের সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে। লিতানি নদীর উত্তর ও দক্ষিণ অঞ্চলের এর অন্তর্ভুক্ত হবে।
লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস মুর একই দিন বলেছেন, দক্ষিণ লেবাননে যাওয়া সরকারি বাহিনী জোর করে হিজবুল্লাহকে নিরস্ত্র করবে না। তিনি বলেছেন, লেবানন সরকারি বাহিনী হলো দক্ষিণ লেবাননে থাকা একমাত্র লেবাননী সামরিক শক্তি। কিন্তু সরকারি বাহিনীর প্রধান লক্ষ্য হিজবুল্লাহকে ধ্বংস করা নয়, বরং নিজের দেশকে আক্রমণ থেকে সুরক্ষা করা।
অন্য খবরে জানা গেছে, লেবাননস্থ জাতিসংঘের অস্থায়ী বাহিনীর কর্মকর্তারা ১৪ আগস্ট দক্ষিণ লেবাননের নাকুরায় লেবানন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা ১৬ আগস্ট দক্ষিণ লেবানন থেকে ইসরাইলী বাহিনী সরিয়ে নেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করবে।
|