জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ১৫ আগস্ট ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন । তার বিরুদ্ধে দক্ষিণ কোরীয় সরকার ও জাপানের বিভিন্ন মহল তীব্র প্রতিক্রয়া ব্যক্ত করেছে ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ১৫ আগস্ট একটি বিবৃতিতে ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরো কোইজুমির আবারো শ্রদ্ধা নিবেদনে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে । বিবৃতিতে বলা হয়েছে , জুনিচিরো কোইজুমি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও বিরোধিতার পরোয়া না করে ইয়াসুকুনি সমাধিতে যে শ্রদ্ধা নিবেদন করেছেন , তা কোরিয়া-জাপান সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং উত্তর-পূর্ব এশিয়ার সহযোগিতা ও মৈত্রীকে ব্যহত করেছে ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ইউ মিয়ুং হুয়ান পররষ্ট্রমন্ত্রী বান কি মোনের পক্ষ থেকে কোরিয়াস্থ জাপানী রাষ্ট্রদূত শোতারো ওশিমাকে ডেকে পাঠিয়ে ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরো কোইজুমির শ্রদ্ধা নিবেদনের জন্যে জাপান সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ।
জাপানের অন্যতম ক্ষমতাসীন দল সোমেই পার্টি এবং গণতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন বিরোধী দলও একই দিন জুনিচিরো কোইজুমির সমালোচনা করেছে । তারা বলেছে যে, জুনিচিরো কোইজুমির আচরণ জাপানের যুদ্ধোত্তর ৬১ বছরের অনুসৃত শান্তির পথ ও জাপানের শান্তিপূর্ণ সংবিধানকে পদদলিত করেছে ।
জাপান প্রবাসী কোরীয় ইউনিয়ন ও জাপান-চীন মৈত্রী সমিতি সহ জাপানের বিভিন্ন বেসরকারী সংগঠনও ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরো কোইজুমির শ্রদ্ধা নিবেদনের তীব্র নিন্দা করেছে ।
|