১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভিক্টোর ইয়ানুকোভিচ বলেছেন , ২০০৬ সালের ৪ জানুয়ারী রাশিয়ার সঙ্গে যে প্রাকৃতিক গ্যাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইউক্রেন পুনরায় তা পর্যালোচনা করবে না ।
তিনি বলেছেন , ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে এ বছরের প্রথম দিকে স্বাক্ষরিত প্রাকৃতিক গ্যাস চুক্তি নিয়ে আলোচনা করবে , কিন্তু ইউক্রেন চুক্তির কোনো পরিবর্তন করবে না । তিনি বলেছেন , ২০০৭ সালে দু পক্ষ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে স্বচ্ছল সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং এই ব্যবস্থা চালু করার পদ্ধতি প্রকাশ করবে ।
এই চুক্তি অনুযায়ী এ বছরের জানুয়ারী মাস থেকে ইউক্রেনে রাশিয়ার রপ্তানিকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্য প্রতি কিউবিক মিটারে ৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৯৫ ডলার করা হবে ।
|