চীন বৃটেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় উত্পাদিত ডাইক্লোরোমিথেনের ডাম্পিং বিরোধী ব্যবস্থানিয়ে আবার তদন্ত চালাচ্ছে
cri
দেশের ডাইক্লোরোমিথেনশিল্পক্ষেত্রের অনুরোধক্রমে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ১৫ আগস্ট বৃটেন , যুক্তরাষ্ট্র , নেদারল্যান্ডস, জার্মানি আর দক্ষিণ কোরিয়ায় উত্পাদিত ডাইক্লোরোমিথেনের পক্ষে প্রযোজ্য ডাম্পিংবিরোধী ব্যবস্থা নিয়ে চূড়ান্ত পর্যালোচনা ও তদন্ত চালাবার সিদ্ধান্ত নিয়েছে ।
২০০১ সালের ১৬ আগস্ট থেকে চীন যুক্তরাষ্ট্র , বৃটেন , নেদারল্যান্ডস, জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় উত্পাদিত ডাইক্লোরোমিথেনের উপর ডাম্পিং বিরোধী ব্যবস্থানিতে শুরু করেছে । ব্যবস্থাটির মেয়াদ এ বছরের ১৬ আগস্ট শেষ হবে । আগের ডাম্পিংবিরোধী ব্যবস্থা বন্ধ করলে ডাম্পিং বা ক্ষতিসাধিত হওয়ার সম্ভাবনা থাকবে কি না , চীনের ডাম্পিং বিরোধী নিয়ম অনুযায়ী চীনের বাণিজ্য মন্ত্রণালয় এখনি তা নিয়ে তদন্ত চালাতে শুরু করবে । যাতে আগের ডাম্পিং বিরোধী ব্যবস্থা বজায় থাকবে না বাতিল হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যায় ।
এবারের তদন্তকাজ ২০০৭ সালের ১৫ আগস্ট আগে সম্পন্ন হবে ।
|
|