১৫ আগস্টবিশ্ব ব্যাংকের প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে , চীনের সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রভাবে এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার হ্রাসপাবে ।
বিশ্ব ব্যাংক উল্লেখ করেছে , অর্থনীতির অতিরিক্ত প্রবৃদ্ধি রোধ করার জন্যে সম্প্রতি চীন সরকার যথাযথ মুদ্রা নীতি নেয়া , অর্থবিনিয়োগ প্রকল্প নিয়ন্ত্রণে আনা এবং পূঁজির চলাচলের সীমিতকরণ শিথিল করা সহ অনেক ব্যবস্থা নিয়েছে । এই সব ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করছে । । বিশ্বব্যাংক মনে করে যে , দ্বিতীয়ার্ধে চীনের অর্থনীতির বৃদ্ধিতে অর্থবিনিয়োগ ও রপ্তানিরঅবদান-হার কিছু কমবে । অনুরূপ সময়ের তুলনায় এর বৃদ্ধির হার ১০ শতাংশেরও কম হবে ।
|