v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-15 11:10:38    
চিঠির সারাংশ --- ২০০৬/৮/১৫

cri

 ** বাংলাদেশের নওগাঁ জেলার নিয়ামতপুরের কৈরার পুর গ্রামের রয়েল বাবু রতন প্রস্তাব করেছেন যে, অনুষ্ঠান সম্পর্কে আমার একটি পরামর্শ আছে। তা হলো, বিশ্বের বিভিন্ন দেশের আয়তন, অবস্থান, জনসংখ্যা, মাথাপিছু আয়, শিক্ষার হার ইত্যাদি বিষয়ে ধারাবাহিক অনুষ্ঠান ভিন্ন ভিন্ন আঙ্গিকে পরিবেশন করলে অনুষ্ঠানটি আরো শ্রুতিমধুর হবে বলে আমি মনে করি।

 প্রস্তাব দেয়ার জন্য বন্ধু রয়েল বাবু রতনকে ধন্যবাদ জানাই। বর্তমান আমরা বিশ্বের অন্যান্য দেশের তথ্য শ্রোতাদের জানানোর জন্য রবিবারে বিশ্ব বিচিত্রা আসর প্রচার করি, এতে আপনারা ধারাবাহিকভাবে চীন ছাড়াও বিভিন্ন দেশের অবস্থা জানতে পারেন।

 **খুলনা জেলার কপিলমুনির সন্ধ্যা মেমোরিয়াল ডিএক্সিং ক্লাবের ডাঃ বিকাশ রন্জন ঘোষ লিখেছেন, আমরা সকল ক্লাব বন্ধুরা সি আর আইকে সঙ্গী করে রেখেছি। বেশ কয়েক দিন ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য রেখে দেখছি, অনুষ্ঠানে তাহের ভাইয়ের উপস্থিতি কেমন যেন কমে যাচ্ছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যার হাত ধরে সি আর আই এখন বেতার সমূহের মধ্যে শ্রেষ্ঠত্বের সারিতে । তিনি কেন এত কম উপস্থিত হচ্ছেন আমরা বুঝতে পারছি না। তার প্রাণউদ্দীপ্ত উপস্থিতি অনুষ্ঠানকে ভীষণ উপভোগ্য করে তোলে। আশা রাখি মিতালী অনুষ্ঠানে আমাদের এ প্রশ্নের যথেষ্ঠ উত্তর দিয়ে বাধিত করবেন।

 ডাঃ বিকাশ রন্জন ঘোষের মতো আরো অনেক শ্রোতা মহিউদ্দিন তাহের সাহেবকে পছন্দ করেন। বিশেষজ্ঞ হিসেবে তাকে পেয়ে আমরাও খুব আনন্দিত। আমাদের বিভাগে নতুন কর্মীরা যোগ দেয়ার আগে এক সময় জনশক্তির খুব অভাব ছিলো। তাই তাহের সাহেব একাই খবর ছাড়া, সপ্তাহে তিন চারটি বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনার কাজও করতেন। ২০০৪ সালের আগস্ট মাসে আমাদের বিভাগে আট জন নতুন কর্মী যোগ দিয়েছেন, ২০০৫ সালে আরেকজন নতুন কর্মী যোগ দিয়েছেন এবং আরেক জন বিশেষজ্ঞ এসেছেন। ফলে জনশক্তির অভাবের সমস্যা কিছু মাত্রায় প্রশমিত হয়েছে। এ অবস্থায় তাহের সাহেবকে আগের মতো পরিশ্রম করানো কি ঠিক ? এটা হলো বর্তমানে তাহের সাহেবের উপস্থাপনায় অনুষ্ঠান আগের চেয়ে কম হওয়ার মূল কারণ। আশা করি, শ্রোতা বন্ধুরা তা বুঝতে পারছেন।

 ** বগুড়া জেলার চন্দনবাইশার শোলারতাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম মিনহাজ উদ্দিন বিপুল তাঁর চিঠিতে কিছু স্মৃতির কথা উল্লেখ্য করেছেন। তিনি লিখেছেন, তোমাকে আমি ২০০৪ সালে প্রথম দিকে আবিষ্কার করি। তখন ছিল জ্যৈষ্ঠমাস। রাত ৭টা ৩০ মিনিটে আমার ছোট রেডিওটা এদিক সেদিক ঘুরাতে ঘুরাতে তোমাকে খুঁজে পাই। তখন শুনে অবাক হলাম বাংলাতে সুন্দর কথা বলছে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম। তারপর চিঠি লেখার ঠিকানা বলে দিল। মনে করলাম সেখানে আমি চিঠি লিখব। তারপর ৪ মার্চ আমার এস এস সি পরীক্ষা আর যোগাযোগ করা সম্ভব হল না। সি আর আই এ আমার বন্ধু সিরাজগঞ্জের মোঃ ওছিয়ার রহমান মিন্টুর নাম শুনি । তার কাছে চিঠি লিখে সি আর আই তোমার ঠিকানা চাইলাম।সে আমাকে ঠিকানাটি দিলে। সে থেকে তোমাকে চিঠি লিখছি। তোমার প্রতিটি অনুষ্ঠান নিয়মিত শুনি এবং বন্ধুদের মধ্যে আলোচনা করি। ইতিমধ্যেই একটি বেতার সংঘ গঠন করেছি। আমার সংঘের সদস্য সংখ্যা ২১ জন।

 এম মিনহাজ উদ্দিন বিপুল , আমি লক্ষ্য করেছি সম্প্রতি আপনার বেশ কিছু চিঠি আমার হাতে এসেছে। আপনার হাতের লেখা ভাল, চিঠি লিখে সমর্থন প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 ** দিনাজপুর জেলার নবাবগঞ্জের ফুলবাড়ীর মোঃ বুরহানুল ইসলাম সরকার আমাদের একজন নতুন শ্রোতা। তিনি লিখেছেন, জানি না আপনারা নতুন শ্রোতাদের কিভাবে গ্রহণ করেন। সত্যি অনুষ্ঠান এত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় যা কল্পনাতীত। আপনাদের প্রচারিত চাওয়া পাওয়া, বিশ্ব বিচিত্রা, খেলার জগত, এসো চীনা শিখি, সুরের ভুবন এ অনুষ্ঠানগুলো আমার খুব ভাল লাগে। আমি চীন আন্তর্জাতিক বেতার সম্পর্কে আরো বেশি জানতে চাই, এ কারণে আপনাদের কাছে লিখি। নতুন শ্রোতা বলে অবহেলায় ফেলে দেবেন না।

 বন্ধু মোঃ বুরহানুল ইসলাম সরকার, আমি বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আপনি আমাদের একজন নতুন শ্রোতা হয়েছেন। হয়তো আমরা খুব শীঘ্রই সকল শ্রোতাবন্ধুর চিঠির জবাব দিতে পারি না বা এই মিতালী আসরে পড়ে শুনতে পারি না। তবে বিশ্বাস করুন, শ্রোতা আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ এবং তাদের বিশেষ মর্যাদা আছে, পুরোনো শ্রোতা বা নতুন শ্রোতা যাই হোক না কেন, আমরা অবহেলা করি না। আশা করি, এখন থেকে নিয়মিত আপনার সঙ্গে যোগাযোগ বজায় থাকবে।