v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-14 20:51:52    
পরবর্তী অনুষ্ঠানমালাঃ ১৪---১৯ আগস্ট, ২০০৬

cri
    আগামী ১৪ আগস্ট সোমবারে বিজ্ঞান ও জীবন আসরে চীনের দরিদ্র অঞ্চলের প্রসূতী নারীদের মৃত্যুর হার কমানো সংক্রান্ত একটি প্রতিবেদন শুনানো হবে। প্রসূতী নারীদের মৃত্যুর হার হচ্ছে একটি দেশ বা অঞ্চলের সামাজিক উন্নয়ন আর সভ্যতার মাত্রা মাপার এক গুরুত্বপূর্ণ সূচক। ২০০০ সাল থেকে চীন সরকার মধ্য ও পশ্চিম চীনের দরিদ্র অঞ্চলে প্রসূতী নারীদের মৃত্যুর হার কমানোর একটি প্রকল্পের কাজ শুরু করেছে। এই প্রকল্প চালু হওয়ার পর অপেক্ষাকৃত ভালো ফলাফল অর্জিত হয়েছে। সোমবারে আপনারা আমাদের সংবাদদাতাদের সঙ্গে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়েন প্রদেশের কিছু দরিদ্র পাহাড়ী অঞ্চলে গিয়ে সেখানকার প্রসূতী নারীদের অবস্থা জানবেন।

    ২০০৮ সালের ওলিম্পিক গেমস ঘনিয়ে আসছে। চীনের নাগরিকরা সোত্সাহে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান ও শরীরচর্চায় অংশ নিচ্ছেন। কিছু দিন আগে পেইচিংয়ের দ্বিতীয় আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র সপ্তাহ আয়োজন করা হয়। দেশবিদেশের ২৬টি ক্রীড়া বিষয়ক ছায়াছবি টেলিভিশনে ও সিনেমা হলে দেখানো হয়েছে। আগামী ১৫ আগস্ট মঙ্গলবারে সংস্কৃতির সন্ধানে ম্যাডাম ফেং সিউ ছিয়েন চীনের ক্রীড়া বিষয়ক চলচ্চিত্র সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    ১৫ আগস্ট বুধবার চীনের জীবন আসরে মিং শি চিং উ চীনের পেইচিং সামরিক এলাকার সাধারণ হাসপাতালের প্রাক্তন শল্য বিভাগের পরিচালক হুয়া ই উয়ে এর পরিচয় দেবেন। তিনি বলেছেন, "এ জীবনে আমি চিকিত্সক হয়েছি। আমি শুধু একজন ভালো চিকিত্সক হতে চাই। একজন চিকিত্সক হিসেবে আমার ইচ্ছে ছিল রোগীদের দুঃখকষ্ট লাঘব করতে এবং তাদের আস্থা অর্জন করতে পারি। আমার জন্যে এটাই সবচেয়ে সুখের ব্যাপার। "

    তিনি ৫৬ বছর ধরে চিকিত্সা কাজে নিয়োজিত থেকে একটি মাত্র অপারেশনের ছুরি দিয়ে হাজার হাজার লোকের জীবন বাঁচিয়ে তুলেছেন। তবে তিনি নিজে বহু বছর ধরে ক্লান্তিবিহীনভাবে কাজ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর কাহিনী শুনে আপনারা মুগ্ধ হবেন।

    ১৭ আগস্ট শুক্রবারে চলুন বেড়িয়ে আসি আসরে মিঃ চিয়াং চিন ছেন আপনাদের শেনসি প্রদেশে বেড়াতে নিয়ে যাবেন।

    শেনসি প্রদেশ চীনের উত্তরাঞ্চলে অবস্থিত। গত ৩ হাজারেরও বেশী বছর ধরে পর পর ১২টি রাজবংশের রাজধানী এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত এই প্রদেশে প্রাচীনকালের অজস্র স্থাপত্যের ধ্বংসাবশেষ এবং পুরাকীর্তি অক্ষতভাবে সংরক্ষিত আছে। এ সব পুরাকীর্তির মধ্যে ফামেন মন্দির একটি দেখার মতো জায়গা। এই মন্দিরের ইতিহাস এক হাজার সাত শোরও বেশী বছরের পুরানো। প্রত্যেক বছর ফামেন মন্দির দশ হাজারেরও বেশী বিদেশী পর্যটককে স্বাগত জানায়। অনেক বিদেশী নেতা চীন সফরকালে ফামেন মন্দির পরিদর্শন করেছেন। গত এপ্রিল মাসে শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নশ্রীভিকরামানাইয়াক চীন সফরকালে বিশেষভাবে ফামেন মন্দির দেখতে গিয়েছিলেন। তাহলে আপনারা এই অনুষ্ঠানটিও শুনতে ভুলবেন না।

    ছিংহাই-তিব্বত রেল পথের চালু হওয়ার পর বহু লোকের স্বপ্ন ও আশাআকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে। ১৮ আগস্ট শনিবারে ওরা অনন্য অনুষ্ঠানে মিঃ থান ইয়াও খাং ছিংহাই-তিব্বত রেল পথ চালু হওয়ায় তিব্বতীদের জীবনধারার পরিবর্তন শিরোনামে এক প্রতিবেদন শুনাবেন।

    বন্ধুরা, আগামী সপ্তাহে প্রচারিত আংশিক অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিচয় দেয়া হয়েছে। তা ছাড়া প্রতিদিন আমাদের অনুষ্ঠানে খবর এবং নিয়মিত বিশেষ অনুষ্ঠানগুলো শুনতে পারেন। সময় মতো অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।