চলতি বছরের প্রথমার্ধে চীনের প্রধান দূষিত জিনিস প্রেরণের পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা দেখে চীনের জাতীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর মহা-পরিচালক চৌ শেং সিয়ান ১৪ আগস্ট নির্দেশ দিয়েছেন , বিভিন্ন স্তরের পরিবেশ সুরক্ষা বিভাগ দূষিত জিনিস প্রেরণের পরিমাণ হ্রাসের লক্ষ্য সঠিকভাবে কার্যকর করতে হবে।
চীন সরকারের দাবি অনুসারে , পরবর্তী পাঁচ বছরে চীনের প্রধান দূষিত জিনিস প্রেরণের পরিমাণ কমপক্ষে ১০ শতাংশ কমাতে হবে। কিন্তু ১৭টি প্রদেশের সংশ্লিষ্ট উপাত্তের সার্বিক বিশ্লেষণের পর দেখা যাচ্ছে, এ বছরের প্রথমভাগে সালফার ডাইঅক্সাইড প্রেরণ পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৫.৮ শতাংশ বেড়েছে।
পেইচিংয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক অধিবেশনে চৌ শেং সিয়ান বলেছেন, প্রথমভাগেই সারা দেশের প্রধান দূষিত জিনিস প্রেরণের পরিমাণ বাড়ার কারণ হচ্ছে শক্তিসম্পদের ব্যয় বৃদ্ধির হার দ্রুত বেড়ে যাওয়া , কিন্তু সালফার ত্যাগ করে এমন সাজসরন্জ্ঞামের নির্মাণ এখন স্থগিত রয়েছে।
|