মনিং পেইচিং পত্রিকার এক খবরে প্রকাশ , জাপান আগ্রাসী যুদ্ধ চলাকালে চীনের নানচিং হত্যাকান্ড থেকে প্রাণ রক্ষা পাওয়া ৭৭ বছর বয়সী মাদাম সিয়া সুছিন নানচিং শহরে জাপানী দক্ষিণ পন্থীদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন ২৩ আগষ্ট নানচিং শহরের সুয়েন উ আদালত তা রায় দেবে ।
১৯৯৮ সালে জাপানের দুজন পন্ডিত পৃথকপৃথকভাবে নিজেদের প্রকাশিত বইতে সিয়া সুছিন সহ কয়েকজন সাক্ষীকে "মিথ্যা সাক্ষী" বলে আখ্যায়িত করেছেন এমনকি নিন্দা করেছেন যে , মাদাম সিয়া সুছিন না কি ইচ্ছাকৃতভাবে বাস্তব ঘটনা বিকৃত করেছেন । নিজের মর্যাদা রক্ষার জন্যে সিয়া সুছিন নিজের মর্যাদা ক্ষুন্নকরা হয়েছে বলে দুজন জাপানী পন্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন , অবিলম্বে তাদের এই আচরণ বন্ধ করে চীন ও জাপানের বহুল প্রচারিতপত্রিকার মাধ্যমে তার কাছে ক্ষমা প্রার্থনা করার দাবী জানিয়েছেন । সাক্ষ্য প্রমাণ শেষে আগষ্ট মাসে নানচিংয়ের আদালত মামলাটির রায় দেবে ।
|