১৪ আগষ্ট চীনের রেলমন্ত্রণালয় সূত্রে জানা গেছে , বিগত ৪৫ দিনে ছিংহাই-তিব্বত রেলপথের যাত্রীবাহী ও মাল পরিবহনের কাজ ভালই চলেছে । ছিংহাই প্রদেশ ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেরেলপথটি গুরুত্বপূর্ণভূমিকা পালন করেছ ।
এ পর্যন্ত লাসা থেকে পেইচিং , ছেনতু আর সিনিন অভিমুখী যাত্রীবাহি রেলগাড়ি মোট দু লাখ যাত্রীকে নিয়ে লাসায় আসা-যাওয়া করেছে এবং খাদ্য , দৈনিক ব্যবহার্য জিনিসপত্র , কয়লা প্রভৃতি ২৪ হাজার ৩০০ টন মালপত্র তিব্বতে পাঠিয়েছে ।
জানা গেছে , ২০১০ সাল নাগাদ লাসায় আসা যাওয়া ৭৫ শতাংশ মালপত্র রেলপথের মাধ্যমে পাঠানো হবে । পরিবহনের খরচ সড়কপথের চেয়ে চার ভাগের তিন ভাগ কম হবে ।
|