বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইড ১৩ আগষ্ট বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , গত বছরের জুলাই মাসে লনডন সাবওয়েতে বিস্ফোরণ ঘটনার পর থেকে এ পর্যন্ত বৃটেন কমপক্ষে ৪টি গুরুতর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রকে ব্যর্থকরে দিয়েছে ।
বলা যায় , আমরা কমপক্ষে ৪টি গুরুতর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছি । অতীতের কথা স্মরণ করে আমরা মনে করি , আল কায়দা সংস্থা২০০০ সালে বার্মিহামে বৃটেনে তার প্রথম সন্ত্রাসী হামলা চালিয়েছিল । তাই আমরা বলি , সন্ত্রাসী হুমকী দীর্ঘস্থায়ী হবে এবং এর মোকাবেলা অত্যন্তকঠিন হবে ।
রেইড একই সঙ্গে হুশিয়ার করে দিয়েছেন যে , যদিও বৃটিশ সরকার ধারাবাহিক সন্ত্রাস দমন ব্যবস্থা নিয়েছে কিন্তু বৃটেনের বিরুদ্ধে চালানো সন্ত্রাসী হুমকী শেষ হয়নি । ১০ আগষ্ট বৃটিশ পুলিশ যুক্তরাষ্ট্রের অভিমুখী ফ্ল্যাইটের উপর হামলা চালানোর ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার পর বৃটেনের বিভিন্ন বিমান বন্দরে নিরাপত্তা পরীক্ষার কাজ জোরদার হয়েছে । বৃটেন পরিবহন মন্ত্রণালয় প্রকাশিত নতুন নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী যাত্রীরা কোনোপ্রকার মালপত্র হাতে নিয়ে বিমানে উঠতে পারবেন না । পাসপোর্ট ও মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র স্বচ্ছল প্লাস্টিক ব্যাগের মধ্যে রাখতে হবে । ১৩ আগষ্ট কড়াকড়ি নিরাপত্তাপরীক্ষা ব্যবস্থা নিতে বেশি সময় লাগবে বলে লনডন হিথ্রো বিমানবন্দর বাধ্য হয়ে এক তৃতীয়াংশ ফ্ল্যাইট বাতিল করেছে । এ সম্পর্কে বিমানবন্দরের দায়িত্বশীল ব্যক্তি টোনি ডগ্লাস বলেছেন , আমাদের কাজ রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত । নতুন নিরাপত্তা ব্যবস্থা যাতে কড়াকড়িভাবে কার্যকর করা যায় তার জন্যে বিমানবন্দরটি সংশ্লিষ্ট সরকারী বিভাগ এবং বৃটিশ বিমান কোম্পানি সহ বিভিন্ন বিমান কোম্পানিকে নিবিড়ভাবে সহযোগিতা করছে । বলাবাহুল্য , এটা নিরাপত্তা পরীক্ষা কাজে প্রভাব ফেলবে ।
খবরে জানা গেছে , ১৪ আগষ্ট হিথ্রো বিমানবন্দরের আরও কিছু ফ্ল্যাইট বাতিল করা হতে পারে হবে বা ফ্ল্যাইটেরযাত্রা বিলম্ব হতে পারে ।
|