মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন ১৩ আগস্ট শিকাগোয় বলেছেন, বর্তমানে মার্কিন অর্থনীতি সুষ্ঠুভাবে চলছে এবং ধীরে ধীরে আরো টেকসই বৃদ্ধির দিকে মোড় নিচ্ছে।
মার্কিন অর্থমন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিকাগোর স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের এক সেমিনারে তিনি এ কথা বলেছেন। মার্কিন অর্থমন্ত্রালয় বলেছে যে, মার্কিন অর্থনীতি আরো দৃঢ় হয়েছে এবং মনে করা হচ্ছে ২০০৩ সালে মার্কিন সরকারের কর্মসংস্থান বাড়ানো ও ত্বরান্বিত সংক্রান্ত ব্যবস্থা নেয়ার পর, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে।
|