১৩ আগস্ট মধ্যরাত বৃটেনের সামরিক গোয়েন্দা সেকশন পাঁচ অর্থাত্ ব্রিটিশ নিরাপত্তা ব্যুরো এর ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ঘোষণা করেছে, ১৪ আগস্ট থেকে বৃটেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সতর্কতার মাত্রা সর্বোচ্চ বিপদ শ্রেণী থেকে গুরুতর শ্রেণীতে নামবে।
বিবৃতিতে বলা হয়েছে, বৃটেন এবং বিদেশে তার স্বার্থ রক্ষায় এখনো গুরুতর এবং অব্যাহত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হুঁমকী মোকাবেলা করতে হচ্ছে।
বৃটেনের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্যে জানা গেছে, সতর্কতার মাত্রা নামানোর পর যাত্রীরা হাতে একটি লাগেজ নিয়ে বিমানে উঠতে পারবেন। কিন্তু যাত্রীকে বিমান বন্দরে নিরাপত্তা পরীক্ষা গ্রহণ করতেই হবে। বিমান বন্দরে পানীয় জিনিস বহনের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
অন্য এক খবরে জানা গেছে, মার্কিন ভূ-সম্পদ মন্ত্রণালয় ১৩ আগস্ট ঘোষণা করেছে, বৃটেন থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের নিরাপত্তা সতর্কতার মাত্রা সর্বোচ্চ লাল থেকে কমলা শ্রেণীতে নামিয়েছে।
|