চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ১৪ আগস্ট প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গেছে , জুলাই মাসে চীনের ভোগ্যপণ্যের খুচরা মূল্য মোট ৬০১.২ বিলিয়ন ইউয়ান । গত বছরের তুলনায় তা ১৩.৭ শতাংশ বেড়েছে ।
পণ্যদ্রব্যের খুচরা মূল্যের মধ্যে জুন মাসে নির্মাণ ও প্রসাধনী সামগ্রী, মোবাইলফোন , তেল , আসবাবপত্র ও কাপড় ইত্যাদি দ্রব্যের খুচরা মূল্য বেশি বৃদ্ধি পেয়েছে ।
বিশেষজ্ঞরা মনে করেন , আয়ের স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সঙ্গে চলতি বছরে চীনের শহর ও গ্রামের নাগরিকদের কেনাকাটার ইচ্ছাও বৃদ্ধি পাচ্ছে । তারা আরো বেশি টাকা নিয়ে ভোগ্যপণ্য প্রসাধনী সামগ্রী কিনবে । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে , এই বছরে চীনের ভোগ্যপণ্যের খুচরা মূল্য ৭৫০০ বিলিয়ন ইউয়ান হতে পারে । তা গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেশি ।
|