v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-14 16:52:07    
চীনের চীনা ভাষার যোগ্যতা পরীক্ষা

cri
    বর্তমানে চীনে শিক্ষারত অনেক বিদেশী ছাত্রছাত্রী নিজেদের চীনা ভাষার মান উন্নত করছেন। সম্প্রতি চীনের বিভিন্ন স্থানে চীনা ভাষার যোগ্যতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে এই পরীক্ষায় আরো বেশি বিদেশীকে আকর্ষণ করা হয়েছে। আজকের শিক্ষার আলো অনুষ্ঠানে আমি আপনাদের চীনা ভাষার যোগ্যতা পরীক্ষা সন্বন্ধে একটি প্রতিবেদন শোনাবো।

    চীনা ভাষার যোগ্যতার পরীক্ষা (hsk) হচ্ছে যাদের মাতৃ ভাষা চীনা ভাষা নয় তাদের জন্য আয়োজিত এক ধরনের পরীক্ষা। যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী অথবা সরকারী দপ্তরে বা শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী তাদের চীনা ভাষায় যোগাযোগের যোগ্যতা যাচাই করার জন্য এই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়।

    পেইচিং ভাষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং লু চিয়াং দীর্ঘ দিন ধরে চীনা ভাষার যোগ্যতা পরীক্ষার সংশ্লিষ্ট কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, ১৯৯০ সালে চীনে প্রথমবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবার সময়ে শুধু দু'হাজারেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে বর্তমানে এই অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে।

    নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ের আগে পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষারত ছাত্রছাত্রী। তবে একবিংশ শতাব্দীর পরে বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রছাত্রী ছাড়া, স্কুলে চীনা ভাষা শেখার ছাত্রছাত্রীরাও চীনা ভাষার যোগ্যতা পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা চীনা ভাষা শেখার সাফল্য পরীক্ষার জন্য এই পরীক্ষায়ও অংশ নিয়েছেন। ২০০৫ সাল পর্যন্ত পরীক্ষার্থীদের মোট সংখ্যা প্রায় পাঁচ লক্ষ।

    মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ক্রিস মুট্জ এই পরীক্ষায় অংশ নেয়ার কারণ আমাদের বলেছেন,

    আমি মনে করি, আমার এই পরীক্ষায় অংশ নেয়ার কারণ দুটি। প্রথমত, আমি নিজের চীনা ভাষার মান বুঝতে চেষ্টা করি এবং জানতে চাই কোন্ কোন্ দিকে আমার দুর্বলতা আছে, যা কাটিয়ে উঠার জন্য আরও বেশি প্রচেষ্টা চালানো দরকার। দ্বিতীয়ত, এটি হচ্ছে চীনের রাষ্ট্রীয় মানদন্ড পরীক্ষা। যদি আমি চীনে স্নাতকোত্তর বা অন্যান্য কোর্স করতে চাই, তাহলে আমার চীনা ভাষার মান ষষ্ঠ পর্যায়ে উন্নীত হওয়া উচিত।

    জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশীদের চীনা ভাষা শেখার প্রধান লক্ষ্য হচ্ছে চীনে লেখাপড়া বা কাজ করার জন্য প্রস্তুতি নেয়া। দক্ষিণ কোরিয়া থেকে আসা লি মুন কিউ তাদের মধ্যে একজন। তিনি বলেছেন, বিদেশীরা চীনা ভাষার যোগ্যতা পরীক্ষার স্বীকৃতিপত্র অর্জন করলে কেবল চীনে তাদের লেখাপড়ার সাফল্য প্রমাণ করা যায় তা নয়, বরং পরবর্তী চাকরি পাওয়ার জন্যও এটা সাহায্য করতে পারে।

    বর্তমানে দক্ষিণ কোরিয়ার অনেক লোক চীনা ভাষা জানেন। তাছাড়া দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠান এই লোকের চীনা ভাষার মান পরীক্ষার সময়ে শুধু চীনা ভাষার যোগ্যতা পরীক্ষার সাফল্য দেখে।

    চীনের রাষ্ট্রীয় বৈদেশিক চীনা ভাষা প্রশিক্ষণ দেয়ার পরিচালনা বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনা ভাষার যোগ্যতা ও পরীক্ষায় অংশ নেয়া ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে প্রত্যেক বছরে ৩০ শতাংশ । চীনা ভাষার যোগ্যতা পরীক্ষা জনপ্রিয়তা পাওয়ার প্রধান কারণ হচ্ছে , চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক আদানপ্রদান অব্যাহতভাবে বেড়ে যাওয়া। ব্রিটেনের শিক্ষা বিভাগ মাধ্যমিক স্কুলের জন্য চীনা ভাষার শিক্ষাক্রম প্রণয়ন করেছে। ইন্দোনেশিয়ায় শিক্ষা বিভাগ দু'বছরের মধ্যে দেশের আট হাজারেরও বেশি মাধ্যমিক স্কুলে চীনা ভাষা প্রশিক্ষণের কোর্স চালু করতে চাচ্ছে।

    বিদেশী ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখা ও চীনের সংস্কৃতি জানার উত্সাহ দেয়ার জন্য চীনের সরকার চীনা ভাষার যোগ্যতা পরীক্ষায় শ্রেষ্ঠ সাফল্য অর্জনকারী পরীক্ষার্থীদের জন্য hsk স্কলারশীপ বিশেষভাবে গড়ে তুলেছে। স্কলারশীপ পাওয়া ছাত্রছাত্রীরা চীনে শিক্ষাকালে সময়ে কেবল কোনো ফি দেন না তা নয়, বরং প্রত্যেক মাসে স্কলারশীপ হিসেবে এক হাজার ইউয়ানেরও বেশি ইউয়ান পেতে পারেন।

    আপনি চীনা ভাষা শিখতে আগ্রহী কি না? আজকের অনুষ্ঠান শোনার পর চীনের চীনা ভাষার যোগ্যতা পরীক্ষা দিতে আগ্রহী কি না? আপনি চীনের চীনা ভাষার যোগ্যতা পরীক্ষাসংক্রান্ত বিষয়বস্তু জানতে চাইলে চীনের সরকারী ওয়েবসাট www.hsk.org.cn খুলবেন। আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।