v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-14 14:05:16    
৭---১৪ আগষ্ট, ২০০৬

cri
টাইফুন চীনের ফুচিয়ান প্রদেশে আঘাত হেনেছে

১২ আগস্ট সন্ধ্যায় পর্যন্ত প্রচন্ড টাইফুন সাওমাই দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুতিন শহরে আঘাত হেনেছে । ফলে ২১ জন নিহত , ১২৭ জন নিখোঁজ আর ১৩৫০ জন আহত হয়েছে । আর্থিক ক্ষতি ২.৫ বিলিয়ন ইউয়ান ।

জানা গেছে , টাইফুন সাওমাইয়ের আঘাতে অনেক জাহাজ তুবে গেছে এবং অনেক জেলে নিখোঁজ ও নিহত হয়েছে ।

বর্তমানে স্থানীয় সরকার দুর্যোগ কবলিত এলাকার জনগণের কাছে খাদ্য , তাঁবু ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিরতণ করেছে ।

ছিনহাই- তিব্বত রেল পথের মাল পরিবহন চালু

১০ আগষ্ট বিকেলে আখরোট তেল বহনকারী একটি মালবাহী রেলগাড়ী ছিংহাই -তিব্বত রেলপথের লাসা মালপরিবহন রেল স্টেশন থেকে রওয়ানা হয়। তিব্বতের বৈশিষ্ট্যময় খাবার এই প্রথমবার ছিংহাই- তিব্বত রেল পথের মাধ্যমে পূর্ব চীনের সাংহাইসহ বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে ।

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকারের ভাইস চেয়ারম্যান ছিরেন প্রথম মালবাহী রেলগাড়ী চালুর আগে বলেছেন , এই রেলগাড়ীর যাত্রা দেশের বিভিন্ন স্থানের বাজারে তিব্বতের শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রবেশের প্রতীক ।

উল্লেখ্য , গত পয়লা জুলাই ছিংহাই তিব্বত রেলপথ চালু হয় । দু হাজার কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তিব্বতের প্রথম রেলপথ , এই রেলপথ তিব্বতের রেল পরিবহণের সূচনা করেছে ।

পেইচিং ওলিম্পিক গেমসের ক্রীড়া ইভেন্টের প্রতীক প্রকাশ

২০০৮ সালের ওলিম্পিক গেমস শুরু হতে আরো দুই বছর বাকী আছে । ৭ আগষ্ট পেইচিং ওলিম্পিক গেম্সের সাংগঠনিক কমিটি ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলোপ্রকাশ করেছে।

ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলো প্রাচীন চীনের কচ্ছপের হাড়ের উপর খোদাই করা অক্ষর আর ছবির সমন্বয়ে তৈরী করা হয়েছে । এই সব প্রতীকের বৈশিষ্ট্য হলো সহজেই নির্ণয় ও ব্যবহার করা যায় এবং সহজেই মনে রাখা যায় ।

চীনা ভাষা শিক্ষার বিদেশীদের সংখ্যা তিন কোটি বেড়েছে

সর্বশেষ পরিসংখ্যান সূত্রে জানা গেছে, বিদেশে চীনা ভাষা শিক্ষার হার বেড়ে চলেছে। বিশ্বে তিন কোটিরও বেশী বিদেশী বিভিন্ন পদ্ধতির মাধ্যমে চীনা ভাষা শিখেছেন।

সম্প্রতি শাংহাইয়ে অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক চীনা ভাষা প্রশিক্ষণের সেমিনার সূত্রে এই সংবাদ জানা গেছে।

জানা গেছে, বর্তমানে বিদেশে ২৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় চীনা ভাষা প্রশিক্ষণ দিচ্ছে। চীনের চীনা ভাষা যোগ্যতা পরীক্ষাও ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১০ লাখেরও বেশি পরীক্ষার্থীদের আকর্ষণ করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র: "কূটনীতিক বহিষ্কার ঘটনা" দু'দেশের শান্তি প্রক্রিয়ায় প্রভাব

৭ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম সনিম আসলাম বলেছেন, পাকিস্তান ভারতের সঙ্গে দু'দেশের শান্তিপূর্ণ আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করবে , এর পাশা পাশি সম্প্রতি দু'দেশ পারস্পরিকভাবে কূটনীতিক বহিষ্কার করার ঘটনা শান্তি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না ।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, পাকিস্তান ও ভারতের শান্তি প্রক্রিয়া দু'দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছাড়াও এ অঞ্চল ও বিশ্বের স্বার্থের জন্য সহায়ক হবে । দু'দেশ পারস্পরিকভাবে কূটনীতিক বহিষ্কার করায় শান্তি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না । তা ছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের প্রেসিডেন্ট পার্ভেজ মুশারাফ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকালে এক মত হয়েছেন যে, কোনো ধরনের সন্ত্রাসী তত্পরতা দু'দেশের শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে পারবে না ।

শ্রীলংকার সরকারী সেনাবাহিনী ও তামিল টাইগারদের মধ্যে গুলি-বিনিময়ে ১২০রও বেশী জন নিহত

শ্রীলংকার সরকারী সেনাবাহিনী ও সরকার বিরোধী তামিল টাইগাররা ১২ আগস্ট উত্তর শ্রীলংকার জাফনা উপদ্বীপে তুমুল গুলি-বিনিময় করেছে। এতে দু'পক্ষের কমপক্ষে ১২৭ জন নিহত এবং ২৮০ জনেরও বেশী জন আহত হয়েছে।

শ্রীলংকার সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, একই দিন প্রায় ৪শ' থেকে ৫শ' টাইগার জাফনা উপদ্বীপের সরকারী সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে। এর সঙ্গে সঙ্গে জাহাজ দিয়ে জাফানা উপদ্বীপ দখল করার চেষ্টা করেছে। তবে শ্রীলংকার নৌবাহিনী তাদের পরাজিত করেছে ।

জানা গেছে, হতাহতের মধ্যে অধিকাংশ টাইগার সদস্য।

২৬ জুলাই শ্রীলংকার সরকারী সেনাবাহিনী ও তামিল টাইগারদের মধ্যে সংঘর্ষ শুরু হওয়া থেকে, এটা হচ্ছে সর্বোচ্চ হতাহত ও গুলি-বিনিময়ের ঘটনা।

অষ্টম এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ সম্মেলন ২০০৮ সালে তালিয়ান শহরে অনুষ্ঠিত হবে

পশ্চিম চীনের উরুমুছি শহরে অনুষ্ঠানরত সপ্তম এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরের শীর্ষ সম্মেলনে ৯ আগষ্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী শীর্ষ সম্মেলন ২০০৮ সালে উত্তর চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত হবে।

তালিয়ান শহরের ডেপুটি মেয়র তাই ইউলিন সম্মেলনে বলেছেন, বসবাসের উপযোগী চমত্কার পরিবেশ সম্পন্ন একটি শহর নির্মাণ করাই হবে তাইলিয়ান উন্নয়নের ভবিষত্ লক্ষ্য। তালিয়ানের অধিবাসীদের জীবন ব্যবস্থার উন্নয়ন, সমাজের উন্নয়ন ও গণ নিরাপত্তা জোরদারের মাধ্যমে সার্বিকভাবে সম্প্রীতিময় একটি শহর নির্মাণ করা হবে, যাতে তালিয়ান বসবাস করা, কর্মসংস্থান ও ব্যবসা চালানোর জন্যে সুবিধাজনক এক আধুনিক শহরে পরিণত হতে পারে।

ব্রিটেনের বিমান বিস্ফোরণের প্রধান সন্দেহভাজনদের আটক

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইদ ১১ আগস্ট বলেছেন, পুলিশ বিমান বিস্ফোরণের ষড়যন্ত্রে লিপ্ত প্রধান সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। তবে কর্তৃপক্ষ তার সতর্কতার পর্যায়কে সর্বোচ্চ "বিপদ পর্যায়ে" বজায় রাখবে। অন্য দেশও ফ্ল্যাইটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা ঘোষণা করেছে, যাতে সন্ত্রাসী হামলা এড়ানো যায়।

একই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রিটেনের পুলিশ বিমান বিস্ফোরণ সংক্রান্ত ২৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং অব্যাহতভাবে বিরাটাকারের সন্ত্রাসদমন তত্পরতা চালাবে। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা পক্ষ, বিশেষ করে পাকিস্তান সরকারের গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতার জন্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

রাশিয়ার বিমান বাহিনীর প্রধান সেনাপতি ভ্লাতিমির মিখাইলেভ্ ১১ আগস্ট বলেছেন, সন্ত্রাসীরা বিমান ছিনতাই করে গুরুত্বপূর্ণ ব্যবস্থার নিরাপত্তার প্রতি হুমকি করলে, রাশিয়ার বাহিনী 'প্রয়োজনীয় সময়ে' ছিনতাই বিমানকে ভুপাতিত করবে।

ইসরাইল-লেবানন ১৪ আগস্ট যুদ্ধবিরতি করবে

জাতিসংঘ মহাসচিব কফি আনান ১২ আগস্ট এক বিবৃতিতে বলেছেন , ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও লেবানের প্রধানমন্ত্রী ফুয়াদ সিমিওরা জি এম টি সময় ১৪ আগস্ট সকাল ৫টায় যুদ্ধবিরতির ব্যাপারে রাজি হয়েছেন ।

আনান বলেছেন , ১১ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত একটি প্রস্তাবে যে যুদ্ধবিরতির বিস্তারিত সময় নির্ধারণ করা হয়েছে , ১২ আগস্ট তিনি ইসরাইল ও লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে তা নিয়ে পরামর্শ করেছেন ।

আনান ইসরাইল ও লেবাননের প্রতি আবার যুদ্ধবিরতি করা এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন , লেবাননে মোতায়েন করা জাতিসংঘের অস্থায়ী বাহিনী যুদ্ধরত উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব কার্যকর করার বিষয়টি তত্ত্বাবধান করবে ।

জাপানের শান্তিপূর্ণ বিরীভ্ড ফেমিলি এসোসিয়েশন জুনিচিরো কোইজুমির প্রতি ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন বন্ধ করার দাবী জানায়

১১ আগষ্ট জাপানের শান্তিপূর্ণ বিরীভ্ড ফেমিলি এসোসিয়েশনের জাতীয় যোগাযোগ সমিতি এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি প্রতিতার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্দা নিবেদন বন্ধ করার দাবী জানিয়েছে ।

বিবৃতি মনে করে যে , আগের সেই যুদ্ধ আত্মরক্ষী যুদ্ধ ছিল না । এই যুদ্ধ চীন সহ এশিয়া আর প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের দেশ ও জনগণের জন্যে অভাবনীয় "যুদ্ধের দুর্দশা" ডেকে আনার এক আগ্রাসী যুদ্ধ ছিল ।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে , জুনিচিরো কোইজুমি এক দিকে বারবার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ,অন্য দিকে তার আচরণের প্রতি দেশবিদেশের সমালোচনার নিন্দা করেন । যদি তিনি এই ব্যাপারে সমালোচিত হতে না চান তাহলে তার এই আচরণ বন্ধ করে দেয়া হবে সবচেয়ে ভাল উপায়।

উল্লেখ্য, জাপানের শান্তিপূর্ণ বিরীভ্ড ফেমিলি এসোসিয়েশনেরজাতীয় যোগাযোগ সমিতি শান্তিকামী শহীদদের বিরীভ্ড ফেমিলি নিয়ে গঠিত এক গণ সংস্থা ।