১৬তম আন্তর্জাতিক এইডস রোগ সম্মেলন ১৩ আগস্ট সন্ধায় কানাডার টরোন্টোতে উদ্বোধন করা হয়েছে। এবারের সম্মেলনের বিষয় হলো "কার্যকরী সময়"। এর অর্থ হচ্ছে সারা বিশ্বের উচিত বাস্তব ব্যবস্থা নিয়ে এইডস রোগীদের চিকিত্সা নেয়ার সুযোগ দেয়া।
এবারের সম্মেলন ৬ দিন স্থায়ী হবে। বিশ্বের বিভিন্ন দেশের ২০ হাজার বিশেষজ্ঞ, পন্ডিত ও সরকারি কর্মকর্তা এইডস রোগের চিকিত্সা ও নিয়ন্ত্রণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও মাইক্রসফ্ট কোম্পানির চেয়ারম্যান বিল গেটস-সহ অনেক বিখ্যাত ব্যাক্তি এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।
এইডস রোগ সনাক্ত হয়েছে ২৫ বছর আগে। জানা গেছে, গত বছর পর্যন্ত বিশ্বে মোট ২.৫ কোটি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছে। তাছাড়া আরো ৪ কোটি এইডস ভাইরাস রোগী। এদের মধ্যে শুধু ২০ শতাংশ লোক চিকিত্সা নেয়ার সুযোগ পেয়েছে।
|