২০০৮ সালের ওলিম্পিক গেমস শুরু হতে দুই বছর বাকী আছে। ৭ আগষ্ট পেইচিং ওলিম্পিক গেম্সের সাংগঠনিক কমিটি ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলো প্রকাশ করেছে। ওলিম্পিক গেম্সের ক্রীড়া ইভেন্টের প্রতীকগুলো প্রাচীন চীনের কচ্ছপের হাড়ের উপর খোদাই করা অক্ষর আর ছবির সমন্বয়ে তৈরী করা হয়েছে । এই সব প্রতীকের বৈশিষ্ট্য হলো সহজেই নির্ণয় ও ব্যবহার করা যায় এবং সহজেই মনে রাখা যায় ।
আন্তর্জাতিক দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ফেডারেশন ৩রা আগস্ট ঘোষণা করেছে যে , চীনের দৌড়বিদ লিউ সিয়াং পুরুষদের ১১০ মিটার প্রতিবন্ধক দৌড়ে ১২.৮৮ সেকেন্ড সময় নিয়ে যে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন । তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে ।
|