উগান্ডাবাহিনী ১৩ আগষ্ট স্বীকার করেছে যে , উগান্ডাবাহিনী ১২ আগষ্ট চালানো অভিযানে লোর্ডস প্রতিরোধবাহিনী নামক সরকার বিরোধী সশস্ত্রদলের তিন নম্বর সর্দার রাস্কালুকভিয়াকে হত্যা করেছে ।
লুকভিয়া উত্তর উগান্ডার কিটগাম অঞ্চলে উগান্ডাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন । যুদ্ধাপরাধের কারণে তিনি আন্তর্জাতিক ফৌজদারী আদালতের অভিযোগে অভিযুক্ত হন ।
সরকারীবাহিনীর অভিযানের আগের দিনে সরকার বিরোধী দল স্থানীয় অঞ্চলে একজন নিরিহ নাগরিক ও উগান্ডাবাহিনীরএকজন সৈন্যকে হত্যা করেছিল ।
বিগত বিশ বছরেরও বেশি সময় ধরে সরকার বিরোধী সশস্ত্র দল বারবার উত্তর উগান্ডায় গোলমাল সৃষ্টি করায় হাজার হাজার লোক মারা যান এবং ১৪ লাখ লোক গৃহ হারায় ।
|