সর্বশেষ প্রকাশিত ২০০৬ সালে পশ্চিম চীনের নীলপত্র থেকে জানা গেছে , ২০০৫ সালে পশ্চিম চীনের অর্থনৈতিক বৃদ্ধি হার সারা দেশের ৯.৯ শতাংশের গড় মান ছাড়িয়ে গেছে ।
" পশ্চিম চীনের অর্থনৈতিক বিকাশ সংক্রান্ত রিপোর্ট( ২০০৬)" নামক নীলপত্রে বলা হয়েছে , ২০০৫ সালে সরকারের সমর্থন ও বৈদেশিক সহযোগিতার মাধ্যমে পশ্চিম চীনের অর্থনৈতিক বৃদ্ধি লক্ষ্যনীয়ভাবে দ্রুততর হয়েছে । পশ্চিম চীনের অর্থনৈতিক বৃদ্ধি হার ১২ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে ।
পশ্চিম চীনের মূল অবকাঠামো আপেক্ষিকভাবে দুর্বল রয়েছে । এই অবস্থার পরিপ্রেক্ষিতে গত কয়েক বছরে চীন সরকার পশ্চিমাংশের গুরুত্বপূর্ণ গঠনকাজে তার সমর্থন জোরদার করেছে । ফলে পশ্চিমাংশের সমাজের স্থিরীকৃত পুঁজি বিনিয়োগ বেড়েছে এবং অর্থনীতির উন্নতি হয়েছে ।
|