হাইতিতে শান্তি রক্ষার মিশন সম্পন্ন করার জন্যে চীনের চতুর্থ শান্তি রক্ষা পুলিশের দাংগা-বিরোধী দলের ৯৫জন সদস্য ১৩ আগস্ট পেইচিং থেকে রওয়ানা হয়ে গেছেন ।
জানা গেছে , চীনের চতুর্থ শান্তি রক্ষা পুলিশের দাংগা-বিরোধী দলের মধ্যে মোট ১২৫জন সদস্য রয়েছেন । অগ্রণী দলের ৩০জন সদস্য গত ৩ আগস্ট হাইতিতে গিয়েছেন । এই দলের মধ্যে ৬জন নারী সদস্যও রয়েছেন । হাইতিতে তাদের কার্যমেয়াদ হবে ৮ মাস ।
গত শতাব্দির আশির দশকের শেষ দিক থেকে এ পর্যন্ত চীন জাতি সংঘের দশ বারোটি শান্তি রক্ষা মিশনে প্রায় ৩ হাজার শান্তি রক্ষী সৈন্য ও পুলিশ পাঠিয়েছে । ২০০০ সালের জানুয়ারীর পর চীন পর পর পূর্ব তিমোর, বজনিয়া-হার্জেগোভিনা , লাইবেরিয়া , কসোভ , হাইতি , আফগানিস্তান ও সুদানে ৭ শ'রও বেশি শান্তি রক্ষা পুলিশ পাঠিয়ে
|