১১ আগস্ট জেনিভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে একটি বিবৃতি গৃহিত হয়েছে । এই বিবৃতিতে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান গুরুত্বরভাবে মানবাধিকার লঙ্ঘন ইসরাইলের নিন্দা করা হয়েছে এবং এর তদন্ত করার দাবিও জানানো হয়েছে ।
বিবৃতিতে লেবাননের বেসামরিক ব্যবস্থাদিও নিরীহ নাগরিকদের ওপর বোমাবর্ষণ করার জন্যে ইসরাইলের তীব্র নিন্দা করা হয়েছে এবং ইসরাইলের প্রতি অবিলম্বে মানবাধিকার লঙ্ঘন করার সামরিক অভিযান বন্ধ করা , মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবতাবাদী আইন পালন করার আহ্বান জানানো হয়েছে ।
বিবৃতিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে , যাতে লেবাননে ইসরাইলের নিরিহ মানুষকে হত্যা করার অবস্থা তদন্ত করা যায় ।
|