শ্রীলংকার শান্তি প্রক্রিয়ার চেয়ারম্যান পক্ষগুলো ১২ আগস্ট একটি বিবৃতিতে সরকার ও টাইগার সংস্থার প্রতি অবিলম্বে যুদ্ধ বিরতি পালন করা এবং শান্তি আলোচনা আবার শুরু করার আহ্বান জানিয়েছে ।
শ্রীলংকার শান্তি প্রক্রিয়ার চারটি চেয়ারম্যান পক্ষ যুক্তরাষ্ট্র , ইইউ , জাপান ও নরওয়ে বিবৃতিতে বলেছে যে , বর্তমানে শ্রীলংকার অব্যাহত হিংসাত্মক সংঘর্ষ শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তি ও শান্তি প্রক্রিয়া গুরুতরভাবে বিপন্ন করে তুলেছে । চেয়ারম্যান পক্ষগুলো শ্রীলংকা সরকার ও টাইগার সংস্থার প্রতি সর্বপ্রয়াস চালিয়ে হিংসাত্মক তত্পরতা বৃদ্ধি এবং লোকজনের প্রাণহানি এড়ানো , ত্রাণ সংস্থাকে সংঘর্ষ এলাকায় প্রবেশ করে মানবতাবাদী ত্রাণ কাজ কমিটির কমিশনের সদস্যদের কাজ সমর্থন করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে , চারটি চেয়ারম্যান পক্ষ অব্যাহতভাবে শ্রীলংকার শান্তি প্রক্রিয়া ও নরওয়ের শান্তি দূতের কাজ সমর্থন করবে এবং শ্রীলংকার পরিস্থিতি যাচাই এবং আনুসংগিক নীতি নিয়ে আলোচনা করার জন্য সম্মেলন আয়োজন করবে ।
|