১১ আগষ্ট রাতে ইস্রাইলী বিমানবাহিনী দক্ষিণ লেবাননে এক যানবহরের উপর বোমাবর্ষণ করায় কমপক্ষে ৭জন নিহত আর ৩৬জন আহত হয়েছে । নিহতদের মধ্যে একজন ছিলেন রেড ক্রস সোসাইটির কর্মী ।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , যানবহরটি কয়েকশ' গাড়ি নিয়ে গঠিত । ইস্রাইলীবাহিনী বোমাবর্ষণ করার সময়ে যানবহরটি ইস্রাইলীবাহিনীর দখলকৃত মার্জাইয়োন নগর থেকে পূর্ব অঞ্চলের বেকা উপত্যকায় যাচ্ছিল ।
ইস্রাইলীবাহিনীর মুখপাত্র বলেছেন , ইস্রাইলীবাহিনীর সন্দেহ ছিল যে , লেবাননের হেজবুল্লা যানবহরটির মাধ্যমে অস্ত্রপরিবহন করছিল । তবে বাস্তবেপ্রমাণিত হয়েছে যে , এই সন্দেহ ভুল ছিল। সাধারণ মানুষের জন্যে যে ক্ষতিসাধন হয়েছে তার জন্যে ইস্রাইলীবাহিনীক্ষমা প্রার্থনা করে ।
|