যদিও ১১ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লেবানন-ইসরাইল সংঘর্ষের সকল পক্ষের প্রতি বৈরিতা বন্ধ করার প্রস্তাব গ্রহণ করেছে, তবুও ইসরাইলের জঙ্গী বিমান ১২ আগস্ট অব্যাহতভাবে লেবাননের ওপর হামলা চালিয়েছে। ফলে ১৫ জন হতাহত হয়েছে।
লেবাননের পুলিশ পক্ষ বলেছে, ইসরাইলী সেনাবাহিনীর বিমান উত্তর লেবানন থেকে সিরিয়া যাওয়া সড়কের ওপর হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননের সিদন শহর ও বন্দর নগরী টায়ারের পূর্বাংশের গ্রামের ওপর আক্রমণ চালিয়েছে।
ইসরাইলের সামরিক পক্ষ ১২ আগস্ট বলেছে, ইসরাইলের স্থলবাহিনী ১১ আগস্ট সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ও প্রতিরক্ষামন্ত্রী আমির্ পেরেজের দেয়া লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের আদেশ কার্যকরী করেছে। বর্তমানে তারা ইসরাইল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটারের লিটানি নদীর দিকে যাচ্ছে।
|