সিনেটের অস্থায়ী স্পীকার টেড স্টিভেনসের নেতৃত্বাধীন মার্কিন সিনেট প্রতিনিধিদল তাদের চীন সফর শেষ করে ১২ আগস্ট দুপুরে বিমান যোগে পেইচিং থেকে স্বদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ।
সফরকালে প্রতিনিধিদল চীনের জাতীয় গণ-কংগ্রেসের সঙ্গে চীন-মার্কিন সংসদের নিয়মিত আদান-প্রদান ব্যবস্থার তৃতীয় আনুষ্ঠানিক বৈঠক করেছে। তা ছাড়া, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ও জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুও আলাদা আলাদাভাবে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত ও বৈঠক করেছেন। দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক, তাইওয়ান সমস্যা, চীন-মার্কিন আর্থ-বাণিজ্য সহযোগিতা এবং অন্যান্য অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
|