ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইদ ১১ আগস্ট বলেছেন, পুলিশ বিমান বিস্ফোরণের ষড়যন্ত্রে লিপ্ত প্রধান সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। তবে কর্তৃপক্ষ তার সতর্কতার পর্যায়কে সর্বোচ্চ "বিপদ পর্যায়ে" বজায় রাখবে। অন্য দেশও ফ্ল্যাইটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা ঘোষণা করেছে, যাতে সন্ত্রাসী হামলা এড়ানো যায়।
একই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রিটেনের পুলিশ বিমান বিস্ফোরণ সংক্রান্ত ২৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং অব্যাহতভাবে বিরাটাকারের সন্ত্রাসদমন তত্পরতা চালাবে। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা পক্ষ, বিশেষ করে পাকিস্তান সরকারের গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতার জন্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
রাশিয়ার বিমান বাহিনীর প্রধান সেনাপতি ভ্লাতিমির মিখাইলেভ্ ১১ আগস্ট বলেছেন, সন্ত্রাসীরা বিমান ছিনতাই করে গুরুত্বপূর্ণ ব্যবস্থার নিরাপত্তার প্রতি হুমকি করলে, রাশিয়ার বাহিনী 'প্রয়োজনীয় সময়ে' ছিনতাই বিমানকে ভুপাতিত করবে।
|