v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-11 20:46:33    
চীনের উপকূলীয় অঞ্চলে নতুন জেলে গ্রামের পুনর্গঠনের কাজ পুরোদমে চলছে

cri
    পূর্ব চীনের শানতুং প্রদেশের ইয়ান তাই শহর দীর্ঘকাল ধরে সামুদ্রিক পরিবেশের সংরক্ষণ আর তা সংস্কার করার ওপর গুরুত্ব দিয়ে আসছে । গত কয়েক বছরে এই শহরে বৈজ্ঞানিক উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থার পরিচালনায় সামুদ্রিক অর্থনীতি আর আধুনিক মত্স্য শিল্পের নির্মাণকাজ বিকশিত হয়েছে এবং সামুদ্রিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন আর সামুদ্রিক পরিবেশের সার্বিক সংস্কার অভিযান চালানো হয়েছে । ফলে অর্থনীতি টেকসই ও দ্রুত প্রসারিত হয়েছে , ব্যাপক জেলেদের আয় ক্রমাগত বেড়ে যাচ্ছে আর যৌথ মালিকানাধীন অর্থনীতির শক্তি বৃদ্ধি পেয়েছে , যাতে সমাজতান্ত্রিক নতুন জেলে গ্রাম গড়ে তোলার জন্য প্রবল নিশ্চয়তা যোগানো যায় ।

    ইয়ান তাই শহরের পার্টি-কমিটির উপ-সম্পাদক ছি স্যু সেন সংবাদদাতাকে বলেন যে , চাও তুং উপদ্বীপে অবস্থিত এই শহর স্পেনিশ ম্যাকরল , চিংড়ি প্রভৃতি সামুদ্রিক মত্স্য আর প্রাণী সম্পদে সমৃদ্ধ । চীনের কৃষি মন্ত্রণালয় এই শহরকে দেশের অন্যতম শ্রেষ্ঠ জলজ দ্রব্য উত্পাদনকারী অঞ্চল বলে নির্ধারণ করেছে । এখন এই শহর চীনের অন্যতম জলজ দ্রব্য প্রক্রিয়াকরন আর রফতানির ঘাঁটিতে পরিণত হয়েছে । সুতরাং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ আর সংস্কার করার দিক থেকে এই শহরের অবস্থান আর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বর্তমানে এই শহরে মত্স্য শিল্পের উত্পাদন মূল্য সমগ্র শহরের কৃষি ও পার্শ্ববৃত্তি শিল্পের মোট উত্পাদন মূল্যের এক তৃতীয়াংশেরও বেশি হয়েছে । ২০০৫ সালে জলজ দ্রব্যের রফতানির মূল্য ৯৫ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে , তা সমগ্র শহরের কৃষি ও পার্শ্ববৃত্তি শিল্পের মোট মূল্যের অর্ধেক হয়েছে । ইয়ান তাই শহরে মত্স্য শিকারী পরিবারের সংখ্যা ৬৪ হাজারে দাঁড়িয়েছে । মাথাপিছু আয় ৭ হাজার সাড়ে ৮ শো ইউয়ান । এটা এই শহরের কৃষকদের মাথাপিছু আয়ের দেড় গুণ হয়েছে ।

    ইয়ান তাই শহরের সমুদ্র ও মত্স্য ব্যুরোর প্রধান চিয়াং ছিং ছুন বলেছেন , এই শহরে মত্স্যের অতিরিক্ত চাষ বলে সমুদ্রে পানির গুণগত মানের অবনতি হয়েছিল এবং মত্স্য খামারে বহু মাছ মারা গিয়েছিল । এই শহরের গণ সরকার আর জনগণ এই ব্যর্থ অভিজ্ঞতা থেকে সঠিক শিক্ষা নিয়েছে এবং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ আর সংস্কার করার ওপর ব্যাপক মনোযোগ দিয়েছে । গত কয়েক বছরে সমুদ্রের পাদদেশে ১ হাজার ৬ শো একর 'অরণ্য' গড়ে তোলা খাতে ৪ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে । সমুদ্রের পাদদেশের বনায়নকৃত অরণ্যের অর্থ দিয়ে সমুদ্র-শৈবাল চাষ করা হয় । এতে যেমন সমুদ্রের পানি দূষণমুক্ত করা যায় , তেমনি সমুদ্র-শসা , হালিওটিস্ ইত্যাদি সামুদ্রিক অর্থকরী প্রাণীর জন্য খাবার যোগানো যায় । বর্তমানে ইয়ান তাই শহরের নিকটবর্তী সমুদ্রসীমায় পানির গুণগত মান উত্কৃষ্ট বলা যায় ।

  ' সামুদ্রিক পাদদেশের অরণ্য' গড়ে তোলার জন্য গত ন' বছরে ইয়ান তাই শহরে সমুদ্রে চিংড়ি , জেলি-ফিশ্ প্রভৃতি চাষ করা খাতে ১০ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে । সমুদ্রে মাছ অতিরিক্ত ধরায় সামুদ্রিক সম্পদ ধ্বংসের কবল থেকে রেহাই পাওয়ার জন্য গত ১২ বছর ধরে প্রতি বছর আড়াই মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয় । গত কয়েক বছরে সমুদ্র আর সমুদ্রের তীরে নতুন প্রকল্প নির্মাণ করার জন্য কড়াকড়িভাবে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের নিয়মবিধি চালু করা হয় । গত বছর এই শহরে ২১টি সামুদ্রিক প্রকল্প নির্মাণ করার আগে পুরোপুরিভাবে সামুদ্রিক পরিবেশের প্রভাব বিষয়ক তদন্ত চালানো হয়েছে ।

   গত কয়েক বছরে ইয়ান তাই শহরে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে অর্থনীতি দ্রুত প্রসারিত হয়েছে । বিপুল পরিমাণ জলজ দ্রব্য চাষ করার জন্য সমুদ্রের উপকূলে বেশ কিছু 'সামুদ্রিক মাছের পুকুর' সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে । এই সব 'সামুদ্রিক মাছের পুকুর ' গ্লাস ফাইবার দিয়ে তৈরী করা হয়েছে ।

    লান চৌ শহরের চু ওয়ান গ্রামে দু' শতাধিক এই ধরনের সামুদ্রিক মাছের পুকুর গড়ে তোলা হয়েছে । প্রতিটি মাছের পুকুরের আয়তন ০.১৭ একর। এই সব মাছের পুকুরে বিদেশ থেকে আমদানি করা বিরল মাছ চাষ করা হচ্ছে । গ্রামবাসীরা বলেন যে , প্রতিটি সামুদ্রিক মাছের পুকুর নির্মাণের জন্য প্রায় দু' লাখ ইউয়ান লেগেছে । এখন বাজারে প্রত্যেক কিলোগ্রাম এই ধরনের মাছের দাম পঞ্চাশ ইউয়ানেরও বেশি । গত কয়েক বছরে বাজারে প্রত্যেক কিলোগ্রামেরএই মাছের দাম সাড়ে তিন শো ইউয়ানে দাঁড়িয়েছিল ।

    ছাং তাও জেলার হেইসিচুই গ্রামের সামুদ্রিক মাছের পুকুরে সামুদ্রিক শসা চাষ করা হচ্ছে । সমুদ্রের পাদদেশে ডুবে যাওয়া দশাধিক পর্যায়ের প্লাস্টিক তক্তায় বহু সমুদ্রের শসার বাচ্চা ছড়িয়ে পড়ে । ষাট বছরেরও বেশি বয়সী প্রযুক্তিবিদ চাং তিয়ান থাং সংবাদদাতাকে বলেছেন , সমুদ্রে১ শো কিউবিক মিটার পানিতে ৫ শো কিলোগ্রাম সমুদ্র-শসা উত্পন্ন করা যায় । বাজারে তার প্রত্যেক কিলোগ্রামের দাম ৪ শো থেকে ৮ শো ইউয়ান পর্যন্ত । প্রত্যেক সামুদ্রিক মাছের পুকুরে ৪ শো কিউবিক মিটার পানি আছে । বছরে সমুদ্র-শসা , হারিওটিস্ প্রভৃতি মূল্যবান জলজ দ্রব্য উত্পন্ন করার জন্য প্রচুর আয় পাওয়া যাবে । গত কয়েক বছরে জলজ দ্রব্য চাষ করার ক্ষেত্রে আমরা হাইটেক ব্যবহার করেছি ।

    ইয়ান তাই শহরের কয়েক শো জলজ দ্রব্য শিল্প প্রতিষ্ঠানের নির্দেশনায় জেলেরা বৈজ্ঞানিক উপায়ে জলজ দ্রব্য চাষ করতে শুরু করেছেন । লাই শান ডিস্ট্রিক্টে অবস্থিত ইয়ান তাই শহরের বৃহত্তম মত্স্য শিল্প প্রতিষ্ঠান-তুং ফাং সামুদ্রিক শিল্প প্রতিষ্ঠান বর্তমানে চীনের একটিমাত্র জলজ দ্রব্য চাষের প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র । সংবাদদাতা দেখেছেন , এই কেন্দ্রে সামুদ্রিক শেওলা গবেষণাগার ও জীববিদ্যা গবেষণাগার আছে । এর মধ্যে সামুদ্রিক শেওলা চাষ করার ব্যাপারে এই কেন্দ্র দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিষয়ক দ্বিতীয় পুরস্কার পেয়েছে । এই কেন্দ্রের সামুদ্রিক শেওলা চাষের প্রযুক্তি বিশ্বের উন্নত মানে শামিল হয়েছে । গত ৮ বছরে এই কোম্পানির পুঁজি ৯.৮ লক্ষ ইউয়ান থেকে বেড়ে ২০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে ।

    লাই চৌ শহরের চু ওয়ান গ্রামে সমুদ্রের তীরে যেতে ছ' কিলোমিটার দীর্ঘ ১৬ মিটার চওড়া একটি সড়ক নির্মাণের জন্য গ্রামবাসীরা ৩০ লক্ষ ইউয়ানেরও বেশি পুঁজিবিনিয়োগ করেছেন । সড়কের দু'পাশে বনায়ন করা হয়েছে । গ্রামে ৫ হাজার টনী জাহাজ ভিড়ার জন্য ৩ কোটি ইউয়ানেরও বেশি পুঁজিবিনিয়োগে একটি জাহাজঘাটার নির্মাণকাজও পুরোদমে চলছে ।

    শান তুং প্রদেশের পূর্বাংশের বৃহত্তম মত্স্য শিকারী গ্রাম- লান চৌ শহরের সান সান তাও গ্রামে ২ সহস্রাধিক পরিবারের জেলেরা নতুন বাড়িঘর নির্মাণ করেছেন । এই গ্রামের লোকসংখ্যা ৮ হাজারেরও বেশি । তাদের বার্ষিক মাথাপিছু গড়পড়তা আয় ১০ হাজার ইউয়ানেরও বেশি ।