v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-08-11 19:37:01    
শাওমাই নামক টাইফুন দক্ষিণ-পূর্ব চীনের ওপর আঘাত হানছে(ছবি)

cri

    শাওমাই নামক প্রবল টাইফুন ১০ আগস্ট সন্ধ্যায় পূর্ব চীনের উপকূলীয় অঞ্চলের ওপর আঘাত হেনেছে । টাইফুনের কেন্দ্রস্থলে ১৭ নম্বর বিপদ সংকেত ছিল । বাতাসের গতি ছিল সেকেন্ডে ৬০ মিটার । গত অর্ধ শতাব্দির মধ্যে এবার শাওমাই সবচেয়ে প্রবল টাইফুন হিসেবে চীনের মূলভূখন্ডের ওপর আঘাত হেনেছে । ১১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত শাওমাই পূর্ব চীনের চে চিয়াং ও ফু চিয়ান প্রদেশের উপর আঘাত হানার ফলে ১০৪ জন নিহত হয়েছে এবং ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

    শাওমাই টাইফুন পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের ওয়েন চৌ শহরের ছান নান জেলার ওপর আঘাত হেনেছে । এই প্রদেশের বন্যা ও খরা প্রতিরোধ কার্যালয়ের উপ-পরিচালক ছেন ছুয়ান বলেছেন , যেহেতু চীনের আবহাওয়া কেন্দ্র এবারকার প্রবল টাইফুন সম্পর্কে আগে থেকে পূর্বাভাস প্রচার করেছে , সেহেতু তারা টাইফুন এই অঞ্চলের উপর আঘাত হানার আগেই তা মোকাবিলা করার জন্য কতকগুলো ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে ।

    সারা প্রদেশে ১০ লাখেরও বেশি লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হযেছে । যে সব জায়গা মেরামত ও মজবুত করা দরকার , সে সব জায়গা মেরামত ও মজবুতের ব্যবস্থা নেয়া হয়েছে । তা ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ কারখানা ও বিদ্যালয়ের উদ্দেশ্যে দ্ব্যর্থহীনভাবে যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।

টাইফুনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি যথাসাধ্য কমানোর জন্য আগে থেকে নানা ব্যবস্থা নেয়া সত্ত্বেও শাওমাই টাইফুন অভূতপূর্বভাবে ওয়েন চৌ শহর ও তার আশেপাশের অঞ্চলের ওপর প্রবলভাবে আঘাত হেনেছে । টাইফুনের আঘাতে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

    ১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত অসমাপ্ত পরিসংখ্যান থেকে জানা গেছে , শাওমাই টাইফুনে ৮১জন নিহত ও ১১জন নিখোঁজ হয়েছে । প্রায় ২০ হাজারটি বাড়িঘর ধ্বংস হয়েছে আর বেশ কয়েকটি সড়ক নষ্ট হয়েছে । ফলে সরাসরি অর্থনৈতিক ক্ষতি সাড়ে চার বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । টাইফুনের আঘাতে বন্যা কবলিত ওয়েন চৌ শহরের বহু জায়গা থেকে এখনো পানি সরে যায় নি , কোনো কোনো জায়গায় পানি বাড়ছে । বন্যা কবলিত এলাকায় ত্রাণ কাজ চালানোর জন্য শহরের গণ সরকার এক কোটি ইউয়ান জরুরী অর্থ বরাদ্দ করেছে । দুর্যোগোত্তর সম্ভাব্য সংক্রামক রোগের প্রকোপ রোধ করার জন্য চিকিত্সা ও স্বাস্থরক্ষা বিভাগ সার্বিকভাবে ত্রাণ কাজ শুরু করেছে ।

    শাওমাই টাইফুন চে চিয়াং প্রদেশের উপকূলীয় অঞ্চলের ওপর আঘাত হানার পর তার নিকটবর্তী ফু চিয়ান প্রদেশে এগিয়ে গিয়েছে । এই প্রদেশের নিন তে শহরের দিকে এগিয়ে যাওয়ার সময় শাওমাই টাইফুন প্রবল আকার ধারণ করেছে ।সি আর আই-এর নিজস্ব সংবাদদাতা বলেছেন ,

   শাওমাই টাইফুন চে চিয়াং প্রদেশের ছান নান অঞ্চলের ওপর আঘাত হানার পর দ্রুত ফু চিয়ান প্রদেশের নিন তে অঞ্চলের দিকে এগিয়ে যায় । টাইফুনের কেন্দ্রস্থলে ১৪ নম্বর বিপদ সংকেত ছিল । শহরাঞ্চলে বাতাসসহ প্রবল বৃষ্টি পড়েছে । ভয়াবহ বাতাসে শিকড়সহ প্রচুর গাছপালা উপড়ে পড়েছে । বেশ কিছু সাইনবোর্ড উড়ে গেছে । রাস্তায় রাস্তায় সর্বত্রই বিনষ্ট পদার্থ ছড়িয়ে পড়েছে ।

    ফু চিয়ান প্রদেশের বন্যা ও খরা প্রতিরোধ কার্যালয়ের পরিচালক উ চিন থা বলেছেন , টাইফুনের আঘাত মোকাবিলা করার জন্য এই প্রদেশে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে জন্য আগে থেকে জরুরীভাবে ৫ লাখ নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে । টাইফুন আঘাত হানার পর প্রবল বৃষ্টি পড়ার কথা । সুতরাং বিভিন্ন বিভাগকে প্রবল বৃষ্টি প্রতিরোধের কাজেও অটল থাকতে হবে ।

    চীনের কেন্দ্রীয় সরকার এবারকার দুর্যোগের ওপর ব্যাপক নজর রাখছে । চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের দুর্যোগ প্রতিরোধ বিভাগের মহাপরিচালক ওয়াং চেন ইয়াও বলেছেন , কেন্দ্রীয় সরকার টাইফুন কবলিত দুই অঞ্চলের সঙ্গে যোগাযোগ করছে । যাতে ত্রাণ সামগ্রী যথাসময় পাঠানো যায় ।