চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ সাধারণ পরিচালনা দফতরের প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১১ আগষ্ট ১২টা পর্যন্ত "সাওমাই" নামক টাইফুনে চীনের পূর্বাঞ্চলের চেচিয়াং, ফুচিয়েন প্রদেশের ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত এবং ১০৪ লোক নিহত হয়েছেন। ১ লাখ ২০ হাজার হেকটর জমির ফসল নষ্ট হয়েছে। বর্তমানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত রয়েছে।

"সাংমেই"নামক টাইফুন ১০ আগষ্ট সন্ধ্যার দিকে চেচিয়াং প্রদেশে আঘাত হানে। তখন বাতাসের গতি ছিল প্রতি সেকেণ্ড ৬৮ মিটার। এটাই গত অর্ধ শতাব্দীতে চীনের মূল-ভূভাগে আঘাত হানা প্রবলতম টাইফুন। আঘাত হানার পর টাইফুনের কার্যক্ষমতা ধাপে ধাপে কমে চেচিয়াং প্রদেশের প্রতিবেশী ফুচিয়েন প্রদেশে স্থানান্তরিত হয়েছে।

"সাওমাই" টাইফুন মোকাবেলার জন্যে চেচিয়াং ও ফুচিয়েন প্রদেশের মোট ১৬ লাখ জনগণকে নিরপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ত্রাণ বিভাগ ইতোমধ্যেই চেচিয়াং ও ফুচিয়েন প্রদেশের উপকূলীয় স্থানে ত্রাণ জাহাজ, বিমান ও উদ্ধার দল পাঠিয়েছে। যাতে ত্রাণ কার্যক্রম জোরদার করা যায়। তা ছাড়া, চীনের গণ প্রশাসননিক দফতরসহ গঠিত ত্রাণ কর্ম গ্রুপ ১০ আগষ্ট চেচিয়াং ও ফুচিয়েন প্রদেশে গিয়ে স্থানীয় ত্রাণ কাজ পরিদর্শন করেছে। চেচিয়া ও ফুচিয়েন প্রদেশের প্রতিবেশী চিয়াংসি ও আনহুই প্রদেশে ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ আগম সতর্কতা প্রকাশিত হয়েছে।
|