১০ আগস্ট লেবাননের প্রেসিডেন্ট এমিলে লাহৌদ টেলিভিশনে বলেছেন, তিনি আশা করেন নিরাপত্তা পরিষদ দক্ষিণ লেবাননে সরকারী বাহনী মোতায়েন করার প্রস্তাব গ্রহণ করবে ।
লাহৌদ বলেছেন, লেবানন সরকার দক্ষিণ লেবাননে সরকারী বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে এবং আশা করে এ সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উত্থাপিত প্রস্তাব সংশোধন করবে । এ প্রস্তাবে লেবানন সরকারী উত্থাপিত সাতটি মতামত অন্তর্ভুক্ত করা যায় । তিনি আরো বলেছেন, ইস্রাইলী বাহিনীর লেবাননে আগ্রাসন চালানোর উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা ত্বরান্বিত করা । কিন্তু এ উদ্দেশ্য সামরিক শক্তির মাধ্যমে বাস্তাবায়ন করা যাবে না ।
৭ আগস্ট লেবানন সরকারের সম্মেলনে দক্ষিণ লেবাননে ১৫ হাজার সরকারী বাহিনীর সৈন্য মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়। হিজবুল্লাহ একইদিন বিবৃতিতে বলেছে, তারা এ সিদ্ধান্ত সমর্থন করবে ।
বর্তমানে নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উত্থাপিত প্রস্তাব পরীক্ষা করছে । প্রস্তাবে সার্বিকভাবে হিংসাত্মক তত্পরতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে ,কিন্তু ইস্রাইলী বাহিনীর প্রত্যাহার আর ইস্রাইলে অপহৃত লেবাননীদের মুক্তি দেয়া ইত্যাদি প্রশ্নে কোনো ব্যবস্থা নেয়া হয় নি ।
|