১০ আগস্ট আন্তর্জাতিক রেডক্রস কমিটি জেনিভায় প্রকাশিত ইস্তাহারে বলেছে, ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট দক্ষিণ লেবাননের নিরীহ জনগণের প্রতি রেড ক্রস আন্তর্জাতিক কমিটির ত্রাণকাজ চালানোর অনুমতি দিয়েছেন ।
ইস্তাহারে বলা হয়েছে, রেড ক্রস আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান জাকোব কেল্লেনবের্গার লেবানন ও ইস্রাইলে তাঁর চারদিনব্যাপী সফর শেষ করেছেন । একই সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মধ্যপ্রাচ্য অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি ফিলিস্তিনের নেতার সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
ইস্তাহারে আরো বলা হয়েছে, ওলমার্টের সঙ্গে সাক্ষাত্কালে কেল্লেনবের্গার উল্লেখ করেছেন যে, রেড ক্রস আন্তর্জাতিক কমিটি ১০ দিন দক্ষিণ লেবাননের গ্রামাঞ্চলের কাছে ত্রাণ সামগ্রী পাঠায় নি । ওলমার্ট বলেছেন, তিনি দক্ষিণ লেবাননের নিরীহ লোকদের প্রতি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ত্রাণকাজ সমর্থন করবেন এবং দক্ষিণ লেবাননের টীর বন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি খাদ্য ও ঔষধ বহকারী জাহাজ থামানোর অনুমোদন দিয়েছেন ।
|