 সাওমাই নামক টাইফুন ১০ আগস্ট বিকেল ৫টা ২৫ মিনিটে চীনের চেচিয়াং উপকূলে ঢুকে আঘাত হেনেছে।উপকূলে বাতাসের গতি ছিল প্রতি সেকেণ্ড ৬০ মিটার। টাইফুন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে অব্যাহতভাবে উত্তরপশ্চিম দিকে প্রবাহিত হতে থাকবে ।
ফুচিয়েন ও চেচিয়াং প্রদেশে জরুরী ভিত্তিতে ১০ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
সরকারের পাঠানো ত্রাণদল ইতোমধ্যেই প্রদেশ দুটিতে গিয়ে ত্রাণ কাজ শুরু করেছে।
|