চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় সুত্রে জানা গেছে , এ বছরের দ্বিতীয়ার্ধে চীন সরকার কর্মসংস্থানের কাজকে জোরদার করবে । এ বছরের মধ্যে শহরাঞ্চলের বেকারের হার ৪.৬ শতাংশের মধ্যে সীমিত রাখা হবে।
১০ আগষ্ট চীনের পিপল্স ডেইলী পত্রিকায় প্রকাশিত এই মন্ত্রণালয় সম্পর্কিত একটি প্রবন্ধে বলা হয়েছে , এ বছরের প্রথম ছয় মাসে চীনের কর্মসংস্থান পরিস্থিতি আশাব্যঞ্জক । জুন মাসের শেষ নাগাদ পর্যন্ত শহরাঞ্চলের ৬০.৮ লাখ নাগরিকের জন্য কর্মসংস্থান করা হয়েছে এবং সারা বছরের কর্মসংস্থান লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ ইতোমধ্যেইসম্পন্ন হয়েছে ।
প্রবন্ধে আরো বলা হয়েছে , এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের কর্মসংস্থানের চাপ বাড়বে । শ্রম বিভাগ বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের কর্মসংস্থান করবে এবং বেকার শ্রমিক ও শহরে কর্মরত গ্রামীণ শ্রমিকদের প্রশিক্ষণের কাজ জোরদার করবে ।
|