কোটে ডি-ভারের কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে যে বক্তব্য প্রকাশ করেছেন কোটে ডি-ভায় জাতিসংঘের কর্মী দল ৯ আগষ্ট প্রকাশিত একটি ইস্তাহারে তার উপর নিবিড় দৃষ্টি রাখছে বলে জানিয়েছে, এই দল কোটে ডি-ভারের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে মতভেদের সমাধানের জন্যে সংলাপ জোরদার করার আহ্বান জানিয়েছে।
ইস্তাহারে বলা হয়েছে, কোটে ডি-ভারে শান্তিপূর্ণ প্রক্রিয়া বর্তমানে গুরুত্বপূর্ণ সময় পার করছে। কয়েকজন শীর্ষনেতৃবৃন্দের প্রকাশিত বক্তব্য শান্তিপূর্ণ প্রক্রিয়াকে সম্ভবত ব্যহত করবে। কোটে ডি-ভায় জাতিসংঘের কর্মী দল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার আহ্বান জানিয়েছে।
কোটে ডিভার বিরোধী পক্ষের সশস্ত্র রাজনৈতিক নেতা কুইল্লাউমে সোলো ৮ আগষ্ট সশস্ত্র শক্তিকে নিরস্ত্র করা প্রসঙ্গে সরকারী বাহিনীর সঙ্গে সামরিক সংলাপ বন্ধ করার কথা ঘোষণা করেছেন। সরকারের সংশ্লিস্ট বিভাগ পরিচয় খুঁজে বের করার জন্যে স্থায়ী বাসিন্দের আই ডি কার্ড দিতে অস্বীকার করায় সোলো এই ঘোষণার মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছে। এর আগে কোটে ডিভার প্রেসিডেন্ট লাউরেনত বাবো এক টেলিভিশন ভাষণে বলেছেন, বর্তমানে পরিচয় অনুসন্ধান সংক্রান্ত কাজে লিপ্ত থাকা সংস্থার কোটে ডিভারের স্থায়ী বাসিন্দাদের পরিচয়-নির্দেশক কার্ড দেয়ারও ক্ষমতা নেই।
|