পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি ১০ আগস্ট চীন সরকারের পক্ষ থেকে আবার ঘোষণা করেছেন যে, চীন সরকার আন্তর্জাতিক রীতি অনুযায়ী পেইচিং অলিম্পিক গেমস চলাকালে সাক্ষাত্কার নেয়া বা সংবাদ পাঠানোর ব্যাপারে বিদেশী সংবাদদাতাদের সুবিধা দেবে।
তিনি জানিয়েছেন, চীন সরকার এই গেমস চলাকালে চীনে আসা বিদেশী সংবাদদাতাদের জন্য নিয়মবিধি প্রণয়ন করছে । অলিম্পিক গেমসের আন্তর্জাতিক রীতি বা প্রথা পুরোপুরি বিবেচনা করেই এই নিয়মবিধি প্রণয়ন করা হচ্ছে। তা'ছাড়া অলিম্পিক গেমসের জন্য আবেদন করার সময়ে চীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনুযায়ী গেমস চলাকালে বিদেশী সংবাদদাতাদের তত্পরতার জন্য আনুষঙ্গিক সকল সুবিধার ব্যবস্থা করা হবে।
অলিম্পিক গেমসের জন্য নিবন্ধিত বিদেশী সংবাদদাতারা তাদের নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিনা ভিসায় চীনে আসতে পারবেন। তাঁরা অলিম্পিক গেমসের জন্য তাঁদের রেজিস্ট্রেশন কার্ড এবং পাসপোর্ট নিয়ে একাধিক বার চীনে আসা-যাওয়া করতে পারবেন। বিদেশী সংবাদদাতারা চীনের আইনবিধি অনুযায়ী চীনে তাদের বেতার যন্ত্র ও সরঞ্জাম স্থাপন করতে ও ব্যবহার করতে পারবেন।
|