চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ১০ আগস্ট পেইচিংয়ে বলেছেন , চীনে শহরের আবাসিক এলাকায় স্বাস্থ্যচর্যা ও চিকিত্সার পরিসেবা উন্নত করার জন্য সরকারী অর্থ বরাদ্দ বাড়ানো হবে । যাতে জনসাধারণের চিকিত্সা ও চিকিত্সার বেশি খরচ সমস্যার সমাধান করা যায় ।
মাদাম হাও চিয়া পেইচিংয়ের শি চিং শান ডিস্ট্রিক্টে বাস করেন । যখন তিনি অসুস্থ , তখন চিকিত্সা গ্রহণের জন্য তিনি সাধারণতঃ বাসা থেকে তিন কিলোমিটার দূরে শি চিং শান হাসপাতালে যান । দু' দিন আগে তার গৃহপালিত কুকুরের কামড়ে তিনি আহত হয়েছেন । এবারে তিনি শি চিং শান হাসপাতালে যান নি , তিনি গিয়েছেন তার আবাসিক এলাকার অধীনস্থ স্বাস্থ্যচর্যা ও চিকিত্সা কেন্দ্রে রেবিশ টিকা নিতে । তিনি মনে করেন , এই আবাসিক এলাকার স্বাস্থ্যচর্যা ও চিকিত্সা কেন্দ্র তার জন্য খুব সুবিধাজনক ।
এই ক্লিনিকে চিকিত্সা গ্রহণ করার জন্য খুব সহজ , রোগীর ভিড় নেই । চিকিত্সক খুব সৌহার্দ্যপূর্ণ । তিনি তাড়াতাড়ি আমার চিকিত্সা করলেন । ইঞ্জেকশন করতে মাত্র দু' এক মিনিট লাগল । আগে যখন তিনি অসুস্থ ছিলেন , তখন তিনি শি চিং শান হাসপাতালে যেতেন । চিকিত্সা গ্রহণের জন্য সাইকেলে যেতে হতো । রোগীর জন্য খুব ক্লান্তি আর অসুবিধা লাগতো ।
আগে চীনের শহরগুলোতে উত্কৃষ্ট ডাক্তার আর চিকিত্সার সরঞ্জাম বড় বড় হাসপাতালে থাকত । মাদাম হাওয়ের মতো বহু চীনাদের চিকিত্সা গ্রহণের জন্য বড় হাসপাতালে যেতে হতো । বিংশ শতাব্দির নব্বইয়ের দশকের শেষ দিকে চীনের শহরের আবাসিক এলাকাগুলোতে অধিবাসীদের মৌলিক চিকিত্সার পরিসেবা যোগানোর জন্য ক্লিনিক গড়ে তোলা হয় । যাতে অধিবাসীরা অদূরে চিকিত্সা গ্রহণ করতে পারেন । এই কর্মকান্ড সম্প্রসারিত করার জন্য সরকার পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা প্রণয়ন করেছে । ফলে চীনের বড় ও মাঝারি শহরের আবাসিক এলাকাগুলোতে একটি পূর্ণাঙ্গ চিকিত্সা পরিসেবার ব্যবস্থা মোটামুটি গড়ে তোলা হয়েছে ।
এখন মাদাম হাওসহ বহু চীনারা বাসা থেকে অদূরে মৌলিক চিকিত্সার পরিসেবা গ্রহণ করতে সক্ষম । তারা মনে করেন যে , বড় হাসপাতালের তুলনায় আবাসিক এলাকার ক্লিনিকে চিকিত্সা গ্রহণ করা আরো সহজ ও সুবিধাজনক । বাসা থেকে আবাসিক এলাকার ক্লিনিকে হেটে যেতে মাত্র ১৫ মিনিট লাগে এবং ওখানকার চিকিত্সার খরচও অপেক্ষাকৃত কম ।
চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী চিয়াং চু চ্যুন বলেছেন , ভবিষ্যতে শহরের আবাসিক এলাকার চিকিত্সার পরিসেবা কর্মকান্ড বিকশিত করার জন্য আরো বেশী অর্থ বরাদ্দ করা হবে । যাতে জনসাধারণের চিকিত্সা ও চিকিত্সার বেশি খরচ এমন সমস্যা সমাধান করা যায় ।
আবাসিক এলাকার চিকিত্সার পরিসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণকাজ , বাড়িঘরের মেরামত , চিকিত্সকদের প্রশিক্ষণ , গণ-স্বাস্থ্যগত পরিসেবা , অবসরপ্রাপ্ত কর্মীদের ভাতা ইত্যাদি ক্ষেত্রে সরকারী ভর্তুকী যোগানো হবে । ২০০৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার চীনের মধ্য ও পশ্চিমাংশে আবাসিক এলাকার অধিবাসীদের জন্য মাথাপিছু গড়পড়তা ৩ থেকে ৪ ইউয়ান ভর্তুকী প্রদান করবে । তা ছাড়া এই দুই অংশের আবাসিক এলাকার চিকিত্সার পরিসেবা বিষয়ক অবকাঠামো ব্যবস্থার নির্মাণকাজ , মৌলিক সরঞ্জামের ব্যবস্থা করা আর চিকিত্সকদের প্রশিক্ষণের দিক থেকে কেন্দ্রীয় সরকার আরো বেশি আর্থিক সাহায্য প্রদান করবে । তিনি বলেছেন ,
আবাসিক এলাকার চিকিত্সার পরিসেবা গ্রহণের খরচ অধিবাসীদের জন্য সহনীয় হওয়া উচিত । এই সব ক্লিনিকে রোগীদের জন্য যে সব ওষুধ সরবরাহ করা হয় , তার দাম বড় হাসপাতালের চেয়ে কম হওয়া উচিত ।
তিনি আরো বলেছেন , চীনে ৩০ হাজার আধিবাসী বিশিষ্ট আবাসিক এলাকার চিকিত্সার পরিসেবা কেন্দ্রে কম পক্ষে ছ'জন চিকিত্সক ও ন'জন নার্স ব্যবস্থা করা প্রয়োজন । যাতে অধিবাসীদের জন্য যে কোন সময় প্রয়োজনীয় চিকিত্সা পরিসেবা যোগানো যায় ।
|