১০ আগষ্ট চীনের কেন্দ্রীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে , টাইফুন ' সানমেই ' ৯ আগষ্ট সন্ধ্যায় শক্তিশালী টাইফুনে পরিণত হয়ে ১০ আগষ্ট বিকেল ও সন্ধ্যায় দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশের উত্তর অঞ্চল ও চেচিয়ান প্রদেশের দক্ষিনাঞ্চলে আঘাত হেনেছে । ৯ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত ফুচিয়েন ও চেচিয়ান প্রদেশের মোট ৪.৬ লাখ অধিবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে ।
৯ আগষ্ট চীনের জাতীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রান কমিটি প্রকাশিত একটি জরুরী বিজ্ঞপ্তিতে অধিবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাকে ত্রানকাজের প্রধান কর্তব্য হিসেবে গণ্য করার দাবী জানানো হয়। বিজ্ঞপ্তিতে অধিবাসীদের জানমালের ক্ষয়ক্ষতি কমানো ও তাদের খাওয়া , পরা , থাকা , পানীয় জল ও চিকিত্সা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে ।
|