নেপাল সরকার আর সরকার-বিরোধী সশস্ত্র গেরিলারা গত ৯ আগস্ট যৌথভাবে জাতিসংঘকে চিঠি দিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, নেপালের শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৯ আগস্ট নেপালের জাতিসংঘ কার্যালয়ে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, তারা আশা করে, যুদ্ধবিরতি আর মানবাধিকার পরিস্থিতি তত্ত্বাবধানে জাতিসংঘ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নেপালে স্থায়ী শান্তি বাস্তবায়নের জন্যও সাহায্য করবে। চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে, জাতিসংঘের সাহায্যে এবং তত্ত্বাবধানে সরকার আর সরকার-বিরোধী উভয় পক্ষের সশস্ত্র শক্তি নির্ধারিত সেনানিবাসে থাকবে, যাতে যুদ্ধিবিরতিকালে দু'পক্ষ অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ না করে।
চিঠিতে আরো বলা হয়েছে, নেপাল আশা করে, জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন ও ন্যায়সংগত সংবিধান প্রণয়নের ওপর নির্বাচন অনুষ্ঠিত হবে।
|