কেনিয়ার সামরিক পক্ষ ৯ আগস্ট বলেছে, পূর্ব আফ্রিকার কেনিয়া, তান্জানিয়া ও উগান্ডা এই তিনটি দেশের এবং যুক্তরাষ্ট্রের অফিসারদের যৌথ সামরিক মহড়া কেনিয়ায় অনুষ্ঠিত হয়েছে ।
কেনিয়া বলেছে, এবারকার " প্রকৃতি ২০০৬" সামরিক মহড়া অনুষ্ঠান ৮ আগস্ট কেনিয়ার বারিনগো এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । মোট ১ হাজারেরও বেশি সৈন্যিক ও অফিসার ১০ দিনব্যাপী এই সামরিক মহড়া অনুষ্ঠানে অংশ নেয়। তার লক্ষ্য হলো তিনটি দেশের সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আসিয়ান এলাকায় সংকট সমাধানের পদ্ধতিকে উন্নত করা।
সাম্প্রতিক বছরগুলোয় , যুক্তরাষ্ট্র ও তাদের সদস্য দেশগুলো বহুবার সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে । এর জন্যে যুক্তরাষ্ট্র ও আসিয়ান দেশগুলোর সঙ্গে সন্ত্রাস দমন সহযোগিতা জোরদার করেছে।
|