চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিংয়ের আমন্ত্রণে মোজাম্বিকের কূটনৈতিক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ম্যাদাম আলসিন্ডা আবরিউ ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনে আনুষ্ঠানিকভাবে সফর করবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিনকাং ১০ আগস্ট খবর জানিয়েছেন।
১৯৭৫ সালের জুন মাসে মোজাম্বিকের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবার পর, দু'দেশের সম্পর্কের আরো উন্নয়ন হয়েছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতাও অর্জিত হয়েছে। গতবছর থেকে মোজাম্বিকের ১৭৮টি বস্ত্র শিল্পের চীনে প্রবেশকালে কোন শুল্ক প্রদান করতে হয়নি। গতবছরে চীন-মোজাম্বিকের মোট বাণিজ্য মূল্য ছিলো ১৬.৫ কোটি মার্কিন ডলার।
|